১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানি জেনারেলকে পথে হত্যার চেষ্টা, মোসাদকে সন্দেহ

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ এপ্রিল ২০২২, রবিবার
  • / 68

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক : ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী রেভ্যুলুশনারি গার্ড আইআরজিসি-র এক জেনারেল হামলার হাত থেকে প্রাণে বেঁচে গেছেন। শনিবার ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আলমাসিকে হত্যার উদ্দেশে এই হামলা কারা চলিয়েছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় জেনারেলের এক দেহরক্ষী নিহত হয়েছেন। হোসেইন আলমাসি সিস্তান-বালুচিস্তান প্রদেশে আইআরজিসির কমান্ডার। প্রদেশটি পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী। জানা যায়, হোসেইন আলমাসিকে বহনকারী গাড়ি লক্ষ্য করে বন্দুককধারীরা গুলি করে। এতে তিনি অক্ষত থাকলেও তাঁর দেহরক্ষী মাহমুদ আবসালান নিহত হন। ঘটানস্থলে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় হয়। ইতিমধ্যে হামলায় জড়িতদের গ্রেফতার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। এই ঘটনার দুদিন আগেই সিস্তান-বালুচিস্তানে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছিল ইরান। এরপরই একই এলাকায় আইআরজিসির জেনারেলকে লক্ষ্য করে হামলা চলল। তাই এই হামলার সঙ্গে মোসাদের যোগাযোগ থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করছেন ইরানি গোয়েন্দারা । বিভিন্ন অঞ্চলে আরও মোসাদ গুপ্তচরের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন: ইরানিদের জন্য ‘ওভারস্টে’ জরিমানা মকুব করল আরব আমিরাত

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরানি জেনারেলকে পথে হত্যার চেষ্টা, মোসাদকে সন্দেহ

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক : ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী রেভ্যুলুশনারি গার্ড আইআরজিসি-র এক জেনারেল হামলার হাত থেকে প্রাণে বেঁচে গেছেন। শনিবার ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আলমাসিকে হত্যার উদ্দেশে এই হামলা কারা চলিয়েছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় জেনারেলের এক দেহরক্ষী নিহত হয়েছেন। হোসেইন আলমাসি সিস্তান-বালুচিস্তান প্রদেশে আইআরজিসির কমান্ডার। প্রদেশটি পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী। জানা যায়, হোসেইন আলমাসিকে বহনকারী গাড়ি লক্ষ্য করে বন্দুককধারীরা গুলি করে। এতে তিনি অক্ষত থাকলেও তাঁর দেহরক্ষী মাহমুদ আবসালান নিহত হন। ঘটানস্থলে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় হয়। ইতিমধ্যে হামলায় জড়িতদের গ্রেফতার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। এই ঘটনার দুদিন আগেই সিস্তান-বালুচিস্তানে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছিল ইরান। এরপরই একই এলাকায় আইআরজিসির জেনারেলকে লক্ষ্য করে হামলা চলল। তাই এই হামলার সঙ্গে মোসাদের যোগাযোগ থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করছেন ইরানি গোয়েন্দারা । বিভিন্ন অঞ্চলে আরও মোসাদ গুপ্তচরের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন: ইরানিদের জন্য ‘ওভারস্টে’ জরিমানা মকুব করল আরব আমিরাত