পুবের কলম ওয়েবডেস্কঃ কবি লিখেছেন ” গোলাপকে বললাম সুন্দর, সুন্দর হল সে”। গোলাপের সৌন্দর্যে মুগ্ধ হননি এমন মানুষ বিরল। ঘরের বা বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্যই হোক বা কাছের মানুষ কে ভালোবাসা জানাতে গোলাপের বিকল্প নেই। কিন্তু জানেন কি বিশ্বের সবচেয়ে মহার্ঘ গোলাপের দাম কত।
বিশ্বের সবচেয়ে দামি ফুলের তালিকার দ্বিতীয় স্থানে থাকা জুলিয়েট রোজের প্রতিটির বর্তমান বাজার মূল্য প্রায় ১৫.৮ মিলিয়ন মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২০০ কোটি টাকা। এটি এক ধরনের গোলাপ। সাধারণ গোলাপের চেয়ে আকারে বেশ বড় আর ছড়ানো এই গোলাপ ২০০৬ সালে ব্রিটেনের ‘চেলসি ফ্লাওয়ার শো’-তে প্রথম দেখা যায়। জানা যায়, এই গোলাপ সৃষ্টি করতে সময় লেগেছিল ১৫ বছর। ২০০৬ সালে চেলসি পুষ্প প্রদর্শনীতে জুলিয়েট রোজ প্রথমবারের মতো গোটা বিশ্বের নজর কাড়ে।
৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
জুলিয়েট রোজ, বিশ্বের সবচেয়ে মহার্ঘ গোলাপের দাম ২০০ কোটি টাকা
-
সুস্মিতা - আপডেট : ১২ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার
- 53
ট্যাগ :
সর্বধিক পাঠিত






























