১৬ নভেম্বর ২০২৫, রবিবার, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাদার ডেইরি দুধের দাম প্রতি লিটারে বাড়ল ২ টাকা

চামেলি দাস
  • আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, বুধবার
  • / 341

পুবের কলম, ওয়েবডেস্ক: দাম বাড়ল মাদার ডেইরির দুধের। প্রতি লিটারে ২ টাকা বাড়ল দাম। দুধের দাম বাড়ায় স্বাভাবিক ভাবেই মধ্যবিত্তের মাথায় হাত। সরকার যাতে মাদার ডেইরির দাম না বাড়ায় তা নিয়ে অনুরোধ জানিয়েছে একাধিক ক্রেতা। একটি সংবাদ মাধ্যমকে এক ক্রেতা জানিয়েছেন, মাদার ডেইরির দাম বাড়লে সাধারণ মানুষের উপর প্রভাব পড়বে। সরকার যাতে দাম না বাড়ায় তা নিয়ে অনুরোধ জানিয়েছেন তিনি। আজ থেকেই মাদার ডেইরির দুধের দাম লিটার প্রতি ২ টাকা কার্যকর হচ্ছে বলে খবর। নতুন দাম নয়াদিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং উত্তরাখণ্ডের কার্যকর হবে। মাদার ডেইরির মুখপাত্র জানিয়েছেন, ৩০ এপ্রিল থেকেই দুধের দাম প্রতি লিটারে ২ টাকা করে বাড়ছে।

 আরও পড়ুন: CISCE Result 2025: ICSE ও ISC পরীক্ষায় দেশে প্রথম বাংলার ২ মেয়ে

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে নষ্ট বিপুল পরিমাণ পেঁয়াজ, দ্বিগুণ দাম বাড়বে পেঁয়াজের!

টোনড দুধের দাম প্রতি লিটারে ৫৪ টাকা থেকে বেড়ে ৫৬ টাকা করা হয়েছে। ফুল-ক্রিম মিল্কের দাম প্রতি লিটারে ৬৮ টাকা থেকে বেড়ে ৬৯ টাকা করা হয়েছে। গরুর দুধের দাম ৫৬ টাকা থেকে বেড়ে ৫৭ টাকা হয়েছে। ডবল টোনড দুধের দাম প্রতি লিটারে ছিল ৪৯ টাকা। তা বেড়ে হল ৫১ টাকা।

আরও পড়ুন: বাড়ল আমূল দুধের দাম, প্রতি লিটারে ৩ টাকা

 

আরও পড়ুন: তিনমাসে দুবার, সারাদেশে দু টাকা করে বাড়ল আমূল দুধের দাম, দোসর মাদারডেয়ারিও

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাদার ডেইরি দুধের দাম প্রতি লিটারে বাড়ল ২ টাকা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: দাম বাড়ল মাদার ডেইরির দুধের। প্রতি লিটারে ২ টাকা বাড়ল দাম। দুধের দাম বাড়ায় স্বাভাবিক ভাবেই মধ্যবিত্তের মাথায় হাত। সরকার যাতে মাদার ডেইরির দাম না বাড়ায় তা নিয়ে অনুরোধ জানিয়েছে একাধিক ক্রেতা। একটি সংবাদ মাধ্যমকে এক ক্রেতা জানিয়েছেন, মাদার ডেইরির দাম বাড়লে সাধারণ মানুষের উপর প্রভাব পড়বে। সরকার যাতে দাম না বাড়ায় তা নিয়ে অনুরোধ জানিয়েছেন তিনি। আজ থেকেই মাদার ডেইরির দুধের দাম লিটার প্রতি ২ টাকা কার্যকর হচ্ছে বলে খবর। নতুন দাম নয়াদিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং উত্তরাখণ্ডের কার্যকর হবে। মাদার ডেইরির মুখপাত্র জানিয়েছেন, ৩০ এপ্রিল থেকেই দুধের দাম প্রতি লিটারে ২ টাকা করে বাড়ছে।

 আরও পড়ুন: CISCE Result 2025: ICSE ও ISC পরীক্ষায় দেশে প্রথম বাংলার ২ মেয়ে

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে নষ্ট বিপুল পরিমাণ পেঁয়াজ, দ্বিগুণ দাম বাড়বে পেঁয়াজের!

টোনড দুধের দাম প্রতি লিটারে ৫৪ টাকা থেকে বেড়ে ৫৬ টাকা করা হয়েছে। ফুল-ক্রিম মিল্কের দাম প্রতি লিটারে ৬৮ টাকা থেকে বেড়ে ৬৯ টাকা করা হয়েছে। গরুর দুধের দাম ৫৬ টাকা থেকে বেড়ে ৫৭ টাকা হয়েছে। ডবল টোনড দুধের দাম প্রতি লিটারে ছিল ৪৯ টাকা। তা বেড়ে হল ৫১ টাকা।

আরও পড়ুন: বাড়ল আমূল দুধের দাম, প্রতি লিটারে ৩ টাকা

 

আরও পড়ুন: তিনমাসে দুবার, সারাদেশে দু টাকা করে বাড়ল আমূল দুধের দাম, দোসর মাদারডেয়ারিও