০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জন্মের পর সদ্যোজাতকে জানালা দিয়ে ছুড়ে ফেললেন মা, খাস কলকাতায় হাড়হিম ঘটনা

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, মঙ্গলবার
  • / 14

পুবের কলম,ওয়েবডেস্ক: খাস কলকাতায় হাড়হিম করার ঘটনা। সন্তান প্রসবের পর জানলা থেকে ছুড়ে ফেলে দিলেন মা। ঘটনায় মৃত্যু হয়েছে শিশুটির।

অভিযোগ, জানতেনই না তিনি অন্তঃসত্ত্বা। বাড়ির টয়লেটে প্রসবের পর ঘাবড়ে যান এবং সদ‌্যোজাত সন্তানকে জানালা দিয়ে ছুড়ে ফেলে দেন তিনি।

সংবাদমাধ্যম সূত্রে খবর, কলকাতার পিকনিক গার্ডেনে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। তরুণীর নাম নিকোলা স্ট্যানিসলস। বয়স ৩২ বছর। তিনি পিকনিক গার্ডেনের বাসিন্দা। শনিবার বাড়ির শৌচালয়ে পুত্র সন্তানের জন্ম দেন। তার পরেই তিনি সদ্যোজাতকে জানলা দিয়ে ছুড়ে ফেলে দেন বলে অভিযোগ।

গত বছর জুন মাস থেকে পিকনিক গার্ডেনের বাসিন্দা অ‌্যান্ডি স্ট‌্যানিসলসের সঙ্গে বাস করছিলেন নিকোলাস স্ট‌্যানিসলস। পরিবারটি দাবি করেছে, শনিবার বিকেল সাড়ে ৪টায় নিকোলাস টয়লেটে যান। সেখানেই পুত্রসন্তান প্রসব করেন। প্রসবের পরই তিনি জানালার কাচ ভেঙে সদ‌্যোজাতকে ছুড়ে ফেলে দেন বাইরে।

মায়ের বক্তব‌্য, তিনি যে অন্তঃসত্ত্বা বিষয়টি জানতেন না। অস্বস্তি লাগার পর টয়লেটে যেতেই রক্তপাত শুরু হয় এবং সেখানে প্রসব হয়। কিছু বুঝতে না পেরে ঘাবড়ে গিয়ে শিশুটিকে জানালা দিয়ে ছুড়ে ফেলে দেন। তার স্বামীও একই দাবি করেছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জন্মের পর সদ্যোজাতকে জানালা দিয়ে ছুড়ে ফেললেন মা, খাস কলকাতায় হাড়হিম ঘটনা

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, মঙ্গলবার

পুবের কলম,ওয়েবডেস্ক: খাস কলকাতায় হাড়হিম করার ঘটনা। সন্তান প্রসবের পর জানলা থেকে ছুড়ে ফেলে দিলেন মা। ঘটনায় মৃত্যু হয়েছে শিশুটির।

অভিযোগ, জানতেনই না তিনি অন্তঃসত্ত্বা। বাড়ির টয়লেটে প্রসবের পর ঘাবড়ে যান এবং সদ‌্যোজাত সন্তানকে জানালা দিয়ে ছুড়ে ফেলে দেন তিনি।

সংবাদমাধ্যম সূত্রে খবর, কলকাতার পিকনিক গার্ডেনে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। তরুণীর নাম নিকোলা স্ট্যানিসলস। বয়স ৩২ বছর। তিনি পিকনিক গার্ডেনের বাসিন্দা। শনিবার বাড়ির শৌচালয়ে পুত্র সন্তানের জন্ম দেন। তার পরেই তিনি সদ্যোজাতকে জানলা দিয়ে ছুড়ে ফেলে দেন বলে অভিযোগ।

গত বছর জুন মাস থেকে পিকনিক গার্ডেনের বাসিন্দা অ‌্যান্ডি স্ট‌্যানিসলসের সঙ্গে বাস করছিলেন নিকোলাস স্ট‌্যানিসলস। পরিবারটি দাবি করেছে, শনিবার বিকেল সাড়ে ৪টায় নিকোলাস টয়লেটে যান। সেখানেই পুত্রসন্তান প্রসব করেন। প্রসবের পরই তিনি জানালার কাচ ভেঙে সদ‌্যোজাতকে ছুড়ে ফেলে দেন বাইরে।

মায়ের বক্তব‌্য, তিনি যে অন্তঃসত্ত্বা বিষয়টি জানতেন না। অস্বস্তি লাগার পর টয়লেটে যেতেই রক্তপাত শুরু হয় এবং সেখানে প্রসব হয়। কিছু বুঝতে না পেরে ঘাবড়ে গিয়ে শিশুটিকে জানালা দিয়ে ছুড়ে ফেলে দেন। তার স্বামীও একই দাবি করেছেন।