বন্যা পরিদর্শনে গিয়ে হামলার শিকার সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শংকর ঘোষ

- আপডেট : ৬ অক্টোবর ২০২৫, সোমবার
- / 94
পুবের কলম ওয়েবডেস্ক: বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে নাগরাকাটায় আক্রান্ত হলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ ও মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু। সোমবার সকালে বামনডাঙায় প্রবেশের সময় হঠাৎই তাঁদের লক্ষ্য করে দুষ্কৃতীরা ইট-পাথর ছোড়ে ও লাঠি হাতে আক্রমণ চালায়। ইটের আঘাতে রক্তাক্ত হন সাংসদ খগেন মুর্মু, আর বিধায়ক শংকর ঘোষের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। গুরুতর আহত দুই নেতা বর্তমানে স্থানীয় হাসপাতালে ভর্তি।
আজ সোমবার সকালে দুর্যোগ কবলিত নাগরাকাটা পরিদর্শনে যান মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। কিন্তু বামনডাঙায় ঢোকার সময় হঠাৎ করেই তাঁদের লক্ষ্য করে হামলা চালায় দুষ্কৃতীরা। একেবারে লাঠি, জুতো হাতে বিজেপি নেতাদের উপর চলে হামলা। শুধু তাই নয়, গাড়ি থেকে নামতেই তাঁদের লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি।ইটের আঘাতে মাথা ফেটে যায় খগেন মুর্মু। জুতো মারা হয় শংকর ঘোষকেও। কোনও রকমে এলাকা ছেড়ে বেরিয়ে আসেন দুই বিধায়ক। জানা গিয়েছে, দু’জনকেও আপাতত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।