মাদ্রাসার সার্বিক উন্নয়নের দাবিতে সংখ্যালঘু দফতরের মন্ত্রীকে চিঠি এমএসইউয়ের
- আপডেট : ২৭ অগাস্ট ২০২১, শুক্রবার
- / 107
পুবের কলম প্রতিবেদকঃ মাদ্রাসার শূন্যপদগুলিতে শিক্ষক নিয়োগ সকল সংখ্যালঘু ছাত্রছাত্রীকে স্কলারশিপের টাকা প্রদান, মাদ্রাসার সমস্ত ছাত্রছাত্রীকে ড্রেস প্রদান, বিভিন্ন দুর্যোগ কবলিত মাদ্রাসা এবং হস্টেলগুলিকে সংখ্যালঘু দফতরের অনুদান, মাদ্রাসার পরিকাঠামো উন্নয়নে বরাদ্দের দাবিতে রাজ্য সংখ্যালঘু দফতরের মন্ত্রী গোলাম রব্বানিকে চিঠি দিল পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন।
শুক্রবার মাদ্রাসা ছাত্র ইউনিয়নের রাজ্য সভাপতি সাহেব আলি জানান, ছাত্রছাত্রীদের স্বার্থে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন খাতে বরাদ্দ করতে হবে। তাছাড়া মাদ্রাসার বিভিন্ন সমস্যাগুলি নিরসণ করতে হবে। এই নিয়ে রাজ্য মাদ্রাসা শিক্ষা দফতরে একাধিক বার জানানো হয়েছে। কিন্তু কোনও কাজ হয়নি বলে অভিযোগ করা হয়েছে। তাঁদের দাবি দ্রুত এই সমাধান করতে হবে।






























