৩৭০ ধারা না ফেরানো হলে সংবিধানের ৩৭১ ধারায় কাশ্মীরের নাম জুড়ুন মুজাফফর হোসেন বেগ
- আপডেট : ২৮ জুন ২০২১, সোমবার
- / 29
পুবের কলম ওয়েবডেস্কঃ ৩৭০ ধারা যদি না ফেরানো হয় তাহলে সংবিধানের ৩৭১ ধারায় কাশ্মীরের নাম জুড়ে দেওয়া যেতে পারে। তাহলেই কাশ্মীরের সমস্যার কিছুটা সমাধান হবে। এই পরামর্শ দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মুজাফফর হোসেন বেগ। ৩৭১ ধারা বলে উত্তর-পূর্বাঞ্চলের ৬টি রাজ্য সহ ১১টি রাজ্যের বিশেষ কিছু সুযোগ সুবিধা রয়েছে। সংবিধানের ৩৭১ অনুচ্ছেদে অরুণাচল প্রদেশ– সিকিম– নাগাল্যান্ড– মিজোরাম প্রভৃতিকে কয়েকটি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে এই ধারায়। তবে এই ধারায় কাশ্মীরের কোনও উল্লেখ নেই। মুজাফফর হোসেন বেগ দাবি জানিয়েছেন– এই অনুচ্ছেদেই ঢুকিয়ে দেওয়া হোক কাশ্মীরের নামও। তাহলে উত্তর-পূর্বের রাজ্যগুলির মতোই বিশেষ মর্যাদা পাবে কাশ্মীর। সেক্ষেত্রে আর ৩৭০ ধারা ফিরিয়ে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়ার প্রয়োজন পড়বে না।
উল্লেখ্য– গত ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের উপর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়া হয়। বন্দি করা হয় সমস্ত রাজনৈতিক নেতাদের।গত বৃহস্পতিবারই জম্মু ও কাশ্মীরের ১৪ জন রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্যে অন্যতম ছিলেন মুজাফফর হোসেন বেগ। যদিও বৈঠকের পরও সংবিধানের ৩৭০ ধারা ফের কাশ্মীরে ফেরানো হবে এমন আশা কেউই প্রায় করছেন না। বিজেপি সরকার যে তা কখনোই করবে না সে ব্যাপারে কাশ্মীরের নেতা ওমর আবদুল্লাহ নিশ্চিত। তাঁর কথায়– ‘বিজেপির ৭০ বছর লেগেছে ৩৭০ ধারা সংক্রান্ত নিজেদের রাজনৈতিক প্রোপাগান্ডা পূর্ণ করতে। আমাদের লড়াই সবে শুরু হয়েছে। আমরা মানুষকে এটা বলে বোকা বানাতে চাই না যে ৩৭০ ধারা ফেরানো নিয়ে আমরা কথা বলব। কেন্দ্রীয় সরকারের থেকে তেমন কোনও ইঙ্গিত আমরা পাইনি।’ এ দিকে মেহবুবা মুফতি জানিয়েছেন– ৩৭০ ধারা না ফেরানো হলে তিনি নির্বাচনে লড়বেন না। এই অবস্থায় এবার নয়া পরামর্শ দিলেন মুজাফফরû হোসেন বেগ।
কংগ্রেস নেতারা ৩৭০ ধারা নিয়ে সরকারের পদক্ষেপের পর আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এবার ৩৭১-এ হাত দেবে সরকার। স্বরাষ্টÉমন্ত্রী অমিত শাহ গতবছর লোকসভায় বলেছিলেন– সংবিধানের ৩৭১ ধারা প্রত্যাহার করার কোনও পরিকল্পনা সরকারের নেই। তবে পর্যবেক্ষকমহলের ধারণা– কেন্দ্রের বিজেপি সরকার ৩৭১ ধারাতেও জম্মু ও কাশ্মীরের নাম কখনোই জুড়বে না।