‘মোল্লা তৈরির দোকান খুলতে দেব না!’, মুসলিমদের বেনজির আক্রমণ হিমন্তের

- আপডেট : ১৮ মে ২০২৪, শনিবার
- / 1
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের মুসলিমদের নিশানা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। সংখ্যালঘু মুসলিমদের নিয়ে বেফাঁস মন্তব্য করলেন তিনি। এদিন এক নির্বাচনী প্রচারে অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা অসমে ৭০০ মাদ্রাসা বন্ধ করে দিয়েছি। কেউ একটা টুঁ শব্দ করতে পারেনি। জানেন কেন? কারণ এটা নয়া ভারত। আমরা এখানে মোল্লা তৈরির দোকান খুলতে দেব না। ডাক্তার, ইঞ্জিনিয়ার গড়ার কাজ করব।’
#WATCH | Bihar | Assam CM & BJP leader Himanta Biswa Sarma addresses a public rally in Raghunathpur, Siwan
"…We closed 700 madrassas in Assam and no one raised their voice against it. Why? Because this is new India…Aaj mullah banane ka dukaan khulne nahi dunga. Doctor ,… pic.twitter.com/3dD7GhZBDd
— ANI (@ANI) May 18, 2024
সিওয়ানের রঘুনাথপুরে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে হেমন্ত বলেন, ‘৪০০ আসন জিতলে আমরা অভিন্ন দেওয়ানি বিধি চালু করব। কৃষ্ণ জন্মভূমি মন্দির তৈরি করব। জ্ঞানবাপীতে মন্দির তৈরি করব। আর মুসলিম সংরক্ষণ বন্ধ করব।’