বহুতলের অনুমতি নয়, জানালেন মেয়র ফিরহাদ

- আপডেট : ২১ জুন ২০২৫, শনিবার
- / 126
পুবের কলম ওয়েবডেস্ক: গুজরাতের আহমদাবাদে বিমান দুর্ঘটনার পর থেকেই আলোচনা শুরু হয়েছিল কলকাতা বিমানবন্দর সংলগ্ন উঁচু বাড়িগুলি নিয়ে। বিমানবন্দরের ২০ কিলোমিটারের মধ্যে যাতে উঁচু বাড়ি তৈরির জন্য অনুমতি না দেওয়া হয়, সেই বিষয়েই পদক্ষেপ করতে নিকটবর্তী পুরসভাকে চিঠি দিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। এবার এই ব্যাপারেই এবার বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরনিগম। কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় উঁচু বহুতলের অনুমতি এখনই দেওয়া হবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয় তথা কলকাতার মেয়র মন্ত্রী ফিরহাদ হাকিম।
কিছুদিন আগেই আহমদাবাদ বিমানবন্দরের কাছে বিজে মেডিক্যাল কলেজের হস্টেলে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমান। বিমানে থাকা ২৪১ জনের পাশাপাশি মৃত্যু হয়েছে বাকিদেরও। যেখানে ভেঙে পড়েছে সেই চিকিৎসকদের হস্টেল ও তার চারপাশের বহু মানুষেরও মৃত্যু হয়েছে। এই বিমান দুর্ঘটনার জেরে সতর্কতা হিসেবে একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার কথা জানায় কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।
এমনিতেই, বিমানবন্দরের আশপাশে বহুতল নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন ছিল। এবার আরও কিছু নতুন নিয়ম যোগ করা হয়েছে। সেইসঙ্গে বিশেষ নিয়ম লাগুর এলাকাও বৃদ্ধি করা হচ্ছে। এ ব্যাপারে কলকাতা বিমানবন্দর সংলগ্ন পুরসভাগুলিকে বিমানবন্দর কর্তৃপক্ষর তরফে নোটিশও পাঠানো হয়েছে। সেই নিয়েই এবার নিজদের সিদ্ধান্তের কথা জানাল কলকাতা পুরনিগম। আপাতত আর উঁচু বাড়ির অনুমতি নয়।