১৮ অক্টোবর ২০২৫, শনিবার, ৩১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‘হপ্তা উসুলি’ শোতে আপত্তিকর মন্তব্য! কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকির বিরুদ্ধে দায়ের মামলা

ইমামা খাতুন
  • আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার
  • / 96

মুম্বই, ২৩ ফেব্রুয়ারি: ফের কাঠগড়ায় কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। সূত্রের খবর, ওটিটি শো ‘হপ্তা উসুলি’তে আপত্তিকর মন্তব্য করার দায়ে ফারুকির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন আইনজীবী অমিতা সচদেবা। এক্স হ্যান্ডেলে একথা জানিয়ে তিনি বলেছেন, ‘হপ্তা উসুলি’তে কমেডিয়ান মুনাওয়ার ফারুকি বিভিন্ন ধর্মের অবমাননা করেছেন।

এক্স হ্যান্ডেলে অমিতা সচদেব বলেছেন, মুনাওয়ার একজন অভ্যাসগত অপরাধী। জিও হট স্টারে সম্প্রচারিত শোতে মুনাওয়ার  ফারুকি যে ধরনের কথাবার্তা বলেছেন তা সাংস্কৃতিক মূল্যবোধে আঘাত করেছে, এর পাশাপাশি অশ্লীলতাও ছড়িয়েছে।  মুনাওয়ারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৯৬, ২৯৯, ৩৫৩ নম্বর ধারায় আইনি ব্যবস্থা নিতে অভিযোগও মেইল করেছেন সচদেবা।

এরপর যদি মুনাওয়ারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে আইনসঙ্গত ব্যবস্থা নিতে আদালতের দ্বারস্থ হবেন।
এই প্রথম অভিযুক্ত হলেন না মুনাওয়ার ফারুকি। সূত্রের খবর, ২০২১ সালে ইন্দোরের মুনরো কাফেতে একটি স্ট্যান্ড আপ শোতে হিন্দু দেবদেবীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ফারুকি। বিজেপি বিধায়ক মালিনী গৌড়ের পুত্র একলব্য সিং গৌড় ফারুকিকে হিন্দু দেবদেবী নিয়ে আপত্তিকর মন্তব্য করার দায়ে কাঠগড়ায় তোলেন।

শুধু হিন্দু দেবদেবী নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধেও আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি। প্রসঙ্গত, ফের নতুন করে মুনাওয়ার ফারুকি আপত্তিকরমন্তব্য করার দায়ে অভিযুক্ত হওয়ার পরে ফারুকির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, তাই এখন দেখার।

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘হপ্তা উসুলি’ শোতে আপত্তিকর মন্তব্য! কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকির বিরুদ্ধে দায়ের মামলা

আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার

মুম্বই, ২৩ ফেব্রুয়ারি: ফের কাঠগড়ায় কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। সূত্রের খবর, ওটিটি শো ‘হপ্তা উসুলি’তে আপত্তিকর মন্তব্য করার দায়ে ফারুকির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন আইনজীবী অমিতা সচদেবা। এক্স হ্যান্ডেলে একথা জানিয়ে তিনি বলেছেন, ‘হপ্তা উসুলি’তে কমেডিয়ান মুনাওয়ার ফারুকি বিভিন্ন ধর্মের অবমাননা করেছেন।

এক্স হ্যান্ডেলে অমিতা সচদেব বলেছেন, মুনাওয়ার একজন অভ্যাসগত অপরাধী। জিও হট স্টারে সম্প্রচারিত শোতে মুনাওয়ার  ফারুকি যে ধরনের কথাবার্তা বলেছেন তা সাংস্কৃতিক মূল্যবোধে আঘাত করেছে, এর পাশাপাশি অশ্লীলতাও ছড়িয়েছে।  মুনাওয়ারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৯৬, ২৯৯, ৩৫৩ নম্বর ধারায় আইনি ব্যবস্থা নিতে অভিযোগও মেইল করেছেন সচদেবা।

এরপর যদি মুনাওয়ারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে আইনসঙ্গত ব্যবস্থা নিতে আদালতের দ্বারস্থ হবেন।
এই প্রথম অভিযুক্ত হলেন না মুনাওয়ার ফারুকি। সূত্রের খবর, ২০২১ সালে ইন্দোরের মুনরো কাফেতে একটি স্ট্যান্ড আপ শোতে হিন্দু দেবদেবীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ফারুকি। বিজেপি বিধায়ক মালিনী গৌড়ের পুত্র একলব্য সিং গৌড় ফারুকিকে হিন্দু দেবদেবী নিয়ে আপত্তিকর মন্তব্য করার দায়ে কাঠগড়ায় তোলেন।

শুধু হিন্দু দেবদেবী নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধেও আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি। প্রসঙ্গত, ফের নতুন করে মুনাওয়ার ফারুকি আপত্তিকরমন্তব্য করার দায়ে অভিযুক্ত হওয়ার পরে ফারুকির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, তাই এখন দেখার।