১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
আধিকারিকদের নজর কন্ট্রোল রুমে

ছুটির দিনেও খোলা পুরনিগম

ইমামা খাতুন
  • আপডেট : ৯ মে ২০২৫, শুক্রবার
  • / 243

পুবের কলম প্রতিবেদক: সরকারের বিশেষ নির্দেশে বাতিল হয়েছে ছুটি। শুক্রবার রবীন্দ্র জয়ন্তীর দিনে এমনিতেই ছুটি থাকে অফিস-আদালত। এই ছুটির দিনেও চালু কলকাতা পুরনিগমের ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম। শহরের বিভিন্ন জায়গায় এমনকি কলকাতা কর্পোরেশনের গুরুত্বপূর্ণ প্ল্যান্ট, দফতরের উপর চলছে নজরদারি।

যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যে সরকারের সঙ্গে বৈঠক করেছে। পরবর্তী সময় রাজ্যের তরফে নির্দেশিকা জারি করে সমস্ত সরকারি ছুটি বাতিল করা হয়েছে। একই পথে হেঁটে কর্মীদের ছুটি বাতিল করেছে কলকাতা পুরনিগম।

আরও পড়ুন: কলকাতা, হাওড়ায় পুরভোট ১৯ ডিসেম্বরেই, রাজ্যের প্রস্তাবে সায় দিল কমিশন, মামলার ভাবনা বিজেপির !

শুক্রবার রবীন্দ্র জয়ন্তীর ছুটির দিনেও খোলা ছিল কন্ট্রোল রুম। সজাগ নজর কর্মীদের। অফিসে হাজির ছিলেন কমিশনার ধবল জৈন। কন্ট্রোল রুম মূলত ঝড় জল বা প্রাকৃতিক দুর্যোগের সময় শহরজুড়ে নজরদারিতে ব্যবহার করা হয়। এবার সেই পরিকাঠামোকে যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্যবহার করা হচ্ছে।

 

ওসি কন্ট্রোল কার্তিক নন্দী বলেন, দুর্যোগপূর্ণ দিনগুলিতে এই কন্ট্রোল রুমের মাধ্যমে যেমন শহরে নজরদারি চলে এখন দেশের যুদ্ধ পরিস্থিতিতে তেমন কড়া নজর থাকবে। আমরা ২৪ ঘণ্টা থাকছি। নাগরিকরা কোথাও কোনও বিপদের মুখে পড়লে বা পুর-সম্পত্তি ক্ষতির আশঙ্কা থাকলে দ্রুত জানানো হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। যাতে নাগরিকদের নিরাপদ স্থানে আনা যায়, ত্রাণ পৌঁছনো যায় সব দিকেই আমরা নজর রাখছি।

 

শহরজুড়ে নজরদারি থাকছে। বিশেষ করে কলকাতা কর্পোরেশনের বিভিন্ন ভবন ও প্ল্যানগুলিতে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সব কর্মীদের অনির্দিষ্টকালের জন্য ছুটি বাতিলের কথা ঘোষণা করেছে পুর-কর্তৃপক্ষ। টালা ট্যাঙ্ক-সহ সার্বিকভাবে সমস্ত জলাধারগুলোতে ২৪ ঘণ্টা জল মজুত রাখতে বলা হয়েছে।

 

একইভাবে অ্যাম্বুলেন্স বিভাগ, কঠিন বর্জ্যব্যবস্থা বিভাগের টিমকে তৈরি থাকতে বলা হয়েছে ২৪ ঘণ্টার জন্য। মানুষের নিত্যপ্রয়োজনীয় যেসব জরুরি জিনিস পুরনিগমের তরফে দেওয়া হয়, সেইসব নিয়ে যে কোনও পরিস্থিতিতে যাতে নাগরিকদের পাশে থাকা যায় তা নিয়েই তৎপর পুরনিগম।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আধিকারিকদের নজর কন্ট্রোল রুমে

ছুটির দিনেও খোলা পুরনিগম

আপডেট : ৯ মে ২০২৫, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: সরকারের বিশেষ নির্দেশে বাতিল হয়েছে ছুটি। শুক্রবার রবীন্দ্র জয়ন্তীর দিনে এমনিতেই ছুটি থাকে অফিস-আদালত। এই ছুটির দিনেও চালু কলকাতা পুরনিগমের ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম। শহরের বিভিন্ন জায়গায় এমনকি কলকাতা কর্পোরেশনের গুরুত্বপূর্ণ প্ল্যান্ট, দফতরের উপর চলছে নজরদারি।

যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যে সরকারের সঙ্গে বৈঠক করেছে। পরবর্তী সময় রাজ্যের তরফে নির্দেশিকা জারি করে সমস্ত সরকারি ছুটি বাতিল করা হয়েছে। একই পথে হেঁটে কর্মীদের ছুটি বাতিল করেছে কলকাতা পুরনিগম।

আরও পড়ুন: কলকাতা, হাওড়ায় পুরভোট ১৯ ডিসেম্বরেই, রাজ্যের প্রস্তাবে সায় দিল কমিশন, মামলার ভাবনা বিজেপির !

শুক্রবার রবীন্দ্র জয়ন্তীর ছুটির দিনেও খোলা ছিল কন্ট্রোল রুম। সজাগ নজর কর্মীদের। অফিসে হাজির ছিলেন কমিশনার ধবল জৈন। কন্ট্রোল রুম মূলত ঝড় জল বা প্রাকৃতিক দুর্যোগের সময় শহরজুড়ে নজরদারিতে ব্যবহার করা হয়। এবার সেই পরিকাঠামোকে যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্যবহার করা হচ্ছে।

 

ওসি কন্ট্রোল কার্তিক নন্দী বলেন, দুর্যোগপূর্ণ দিনগুলিতে এই কন্ট্রোল রুমের মাধ্যমে যেমন শহরে নজরদারি চলে এখন দেশের যুদ্ধ পরিস্থিতিতে তেমন কড়া নজর থাকবে। আমরা ২৪ ঘণ্টা থাকছি। নাগরিকরা কোথাও কোনও বিপদের মুখে পড়লে বা পুর-সম্পত্তি ক্ষতির আশঙ্কা থাকলে দ্রুত জানানো হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। যাতে নাগরিকদের নিরাপদ স্থানে আনা যায়, ত্রাণ পৌঁছনো যায় সব দিকেই আমরা নজর রাখছি।

 

শহরজুড়ে নজরদারি থাকছে। বিশেষ করে কলকাতা কর্পোরেশনের বিভিন্ন ভবন ও প্ল্যানগুলিতে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সব কর্মীদের অনির্দিষ্টকালের জন্য ছুটি বাতিলের কথা ঘোষণা করেছে পুর-কর্তৃপক্ষ। টালা ট্যাঙ্ক-সহ সার্বিকভাবে সমস্ত জলাধারগুলোতে ২৪ ঘণ্টা জল মজুত রাখতে বলা হয়েছে।

 

একইভাবে অ্যাম্বুলেন্স বিভাগ, কঠিন বর্জ্যব্যবস্থা বিভাগের টিমকে তৈরি থাকতে বলা হয়েছে ২৪ ঘণ্টার জন্য। মানুষের নিত্যপ্রয়োজনীয় যেসব জরুরি জিনিস পুরনিগমের তরফে দেওয়া হয়, সেইসব নিয়ে যে কোনও পরিস্থিতিতে যাতে নাগরিকদের পাশে থাকা যায় তা নিয়েই তৎপর পুরনিগম।