১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিচারককে খুনের হুমকি! অভিযুক্ত এবং তার আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ

চামেলি দাস
  • আপডেট : ২১ এপ্রিল ২০২৫, সোমবার
  • / 244

পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির মহিলা বিচারককে গালিগালাজ এবং হুমকি দেওয়ার অভিযোগ। চেক বাউন্স মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর দিল্লির একটি আদালতে আসামি এবং তার আইনজীবী এক মহিলা বিচারকে কটূক্তি করে বলে খবর। বিচারকের দিকে একটি বস্তু ছুড়ে মারা হয় বলেও অভিযোগ। ২ এপ্রিল ঘটনাটি ঘটে। রায় দেওয়ার সময় বিচারককে হুমকি দেওয়া হয়। অভিযুক্ত বিচারককে খুনের হুমকিও দেয় বলে অভিযোগ। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট বা চেক অবমাননা মামলার ১৩৮ ধারায় এক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক। পরবর্তী শুনানিতে সিআরপিসি ৪৩৭-এ ধারার অধীনে জামিনের বন্ড জমা দেওয়া নির্দেশ দিয়েছেন বিচারক শিবাঙ্গী মংলা।বিচারককে মানসিক ও শারীরিকভাবে হরানির করা হয়েছে বলেও আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে। বিচারক শিবাঙ্গী মংলা অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন।

বিচারক দোষীর আইনজীবী অ্যাডভোকেট অতুল কুমারকে কারণ দেখাতে নোটিস জারি করতে বলেছেন। অবমাননার মামলা দায়ের করতে বলছেন বিচারক। পরবর্তী শুনানির আগে আইনজীবীকে তার লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে খবর।

আরও পড়ুন: দিল্লি ৬৬ বাংলাদেশীকে ফেরত পাঠাচ্ছে

 

আরও পড়ুন: দিল্লির নিজামুদ্দিন স্টেশনের কাছের মাদ্রাসী ক্যাম্পে উচ্ছেদ শুরু, বঞ্চনার অভিযোগে সরব বাসিন্দারা

 

আরও পড়ুন: চাকরিহারাদের আন্দোলন এ বার দিল্লিতেও, শিক্ষাসচিবের সঙ্গে বৈঠক শেষে ঘোষণা ‘যোগ্য’দের

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিচারককে খুনের হুমকি! অভিযুক্ত এবং তার আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির মহিলা বিচারককে গালিগালাজ এবং হুমকি দেওয়ার অভিযোগ। চেক বাউন্স মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর দিল্লির একটি আদালতে আসামি এবং তার আইনজীবী এক মহিলা বিচারকে কটূক্তি করে বলে খবর। বিচারকের দিকে একটি বস্তু ছুড়ে মারা হয় বলেও অভিযোগ। ২ এপ্রিল ঘটনাটি ঘটে। রায় দেওয়ার সময় বিচারককে হুমকি দেওয়া হয়। অভিযুক্ত বিচারককে খুনের হুমকিও দেয় বলে অভিযোগ। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট বা চেক অবমাননা মামলার ১৩৮ ধারায় এক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক। পরবর্তী শুনানিতে সিআরপিসি ৪৩৭-এ ধারার অধীনে জামিনের বন্ড জমা দেওয়া নির্দেশ দিয়েছেন বিচারক শিবাঙ্গী মংলা।বিচারককে মানসিক ও শারীরিকভাবে হরানির করা হয়েছে বলেও আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে। বিচারক শিবাঙ্গী মংলা অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন।

বিচারক দোষীর আইনজীবী অ্যাডভোকেট অতুল কুমারকে কারণ দেখাতে নোটিস জারি করতে বলেছেন। অবমাননার মামলা দায়ের করতে বলছেন বিচারক। পরবর্তী শুনানির আগে আইনজীবীকে তার লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে খবর।

আরও পড়ুন: দিল্লি ৬৬ বাংলাদেশীকে ফেরত পাঠাচ্ছে

 

আরও পড়ুন: দিল্লির নিজামুদ্দিন স্টেশনের কাছের মাদ্রাসী ক্যাম্পে উচ্ছেদ শুরু, বঞ্চনার অভিযোগে সরব বাসিন্দারা

 

আরও পড়ুন: চাকরিহারাদের আন্দোলন এ বার দিল্লিতেও, শিক্ষাসচিবের সঙ্গে বৈঠক শেষে ঘোষণা ‘যোগ্য’দের