০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত পাব, বারে বাজানো যাবে না মিউজিক, নির্দেশ তেলেঙ্গানা হাইকোর্টের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 55

পুবের কলম, ওয়েবডেস্ক : রাত ১০টার পরে হায়দরাবাদের পাব, বারগুলিতে গান, মিউজিক না বাজানোর নির্দেশ দিল তেলেঙ্গানা হাইকোর্ট। সোমবার আদালত এক অন্তর্বর্তীকালীন আদেশে জানিয়েছে রাত ১০টা থেকে ভোর ৬ পর্যন্ত পাব, বারগুলিতে গান বাজনা, সংগীত বাজানো বন্ধ থাকবে। সোমবার থেকেই এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

সন্ধ্যা পর থেকেই হায়দরাবাদের পাবগুলিতে সংগীত বাজানো নিয়ে আদালতে কয়েকটি মামলা দায়ের হয়। তার পরিপ্রেক্ষিতে এই রায় দেয় তেলেঙ্গানা আদালত।

আরও পড়ুন: মুর্শিদাবাদে জঙ্গি সন্দেহে ধৃতদের ১৪ দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দিল আদালত

আদালত এই প্রসঙ্গে তীব্র ভর্ৎসনা করে বলেছে, আবগারি দফতরের অনুমোদিত না হওয়া সত্ত্বেও কিভাবে বসতি এলাকায়, স্কুলের কাছাকাছি এই পাবগুলি এতদিন ধরে চলছে! আবগারি দফতরকে এই প্রসঙ্গে কারণ জানিয়ে জবাব তলব করেছে তেলেঙ্গানা হাইকোর্ট। আদালত সিটি পুলিশ অ্যাক্ট, শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইনের অধীনে রাত ১০টার আগে পর্যন্ত পাবগুলিতে সংগীত বাজানোর অনুমতি দিয়েছে। সেই সঙ্গে আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, রাত ১০টার পরে কোনওভাবেই পাব, বারগুলিতে সংগীত বাজানো যাবে না।

আরও পড়ুন: ৮ অক্টোবর পর্যন্ত ইডি হেফাজতে সায়গল, দিল্লির আদালতের নির্দেশ

এই মামলায় তেলেঙ্গানা হাইকোর্ট হায়দরাবাদ, সাইবারবাদ, রাচাকোন্ডার কমিশনারদের নোটিশ জারি করেছে। আদালতের নির্দেশের পরেই পুলিশের পক্ষ থেকে পাব এবং বারগুলিতে পরিদর্শন জোরদার করার পরিকল্পনা করা হয়েছে। পুলিশের এক উর্ধতন কর্তৃপক্ষ জানিয়েছেন, আদালতের নির্দেশের পর পাব, বারগুলিতে উচ্চস্বরে মিউজিক, গান বাজানো বন্ধে তৎপর পুলিশ। পাব এবং বারগুলি যাতে আদালতের নির্দেশ অনুসরণ করে তা নিশ্চিত করতে পুলিশ আধিকারিকদের মোতায়েন করা হবে।

আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের ২ দিন ইডি হেফাজতের নির্দেশ আদালতের

এই ঘটনায় স্থানীয় মানুষ যে পাবগুলিতে তারস্বরে বেজে চলা সংগীত নিয়ে অভিযোগ জানিয়েছে তাই নয়, তাদের আরও অভিযোগ পাবগুলি থেকে মদ্যপ অবস্থায় বেরিয়ে কিছু মানুষ অভব্য আচরণ করতে থাকে। যা মানসিক অত্যাচারের থেকে কম কিছু নয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত পাব, বারে বাজানো যাবে না মিউজিক, নির্দেশ তেলেঙ্গানা হাইকোর্টের

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক : রাত ১০টার পরে হায়দরাবাদের পাব, বারগুলিতে গান, মিউজিক না বাজানোর নির্দেশ দিল তেলেঙ্গানা হাইকোর্ট। সোমবার আদালত এক অন্তর্বর্তীকালীন আদেশে জানিয়েছে রাত ১০টা থেকে ভোর ৬ পর্যন্ত পাব, বারগুলিতে গান বাজনা, সংগীত বাজানো বন্ধ থাকবে। সোমবার থেকেই এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

সন্ধ্যা পর থেকেই হায়দরাবাদের পাবগুলিতে সংগীত বাজানো নিয়ে আদালতে কয়েকটি মামলা দায়ের হয়। তার পরিপ্রেক্ষিতে এই রায় দেয় তেলেঙ্গানা আদালত।

আরও পড়ুন: মুর্শিদাবাদে জঙ্গি সন্দেহে ধৃতদের ১৪ দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দিল আদালত

আদালত এই প্রসঙ্গে তীব্র ভর্ৎসনা করে বলেছে, আবগারি দফতরের অনুমোদিত না হওয়া সত্ত্বেও কিভাবে বসতি এলাকায়, স্কুলের কাছাকাছি এই পাবগুলি এতদিন ধরে চলছে! আবগারি দফতরকে এই প্রসঙ্গে কারণ জানিয়ে জবাব তলব করেছে তেলেঙ্গানা হাইকোর্ট। আদালত সিটি পুলিশ অ্যাক্ট, শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইনের অধীনে রাত ১০টার আগে পর্যন্ত পাবগুলিতে সংগীত বাজানোর অনুমতি দিয়েছে। সেই সঙ্গে আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, রাত ১০টার পরে কোনওভাবেই পাব, বারগুলিতে সংগীত বাজানো যাবে না।

আরও পড়ুন: ৮ অক্টোবর পর্যন্ত ইডি হেফাজতে সায়গল, দিল্লির আদালতের নির্দেশ

এই মামলায় তেলেঙ্গানা হাইকোর্ট হায়দরাবাদ, সাইবারবাদ, রাচাকোন্ডার কমিশনারদের নোটিশ জারি করেছে। আদালতের নির্দেশের পরেই পুলিশের পক্ষ থেকে পাব এবং বারগুলিতে পরিদর্শন জোরদার করার পরিকল্পনা করা হয়েছে। পুলিশের এক উর্ধতন কর্তৃপক্ষ জানিয়েছেন, আদালতের নির্দেশের পর পাব, বারগুলিতে উচ্চস্বরে মিউজিক, গান বাজানো বন্ধে তৎপর পুলিশ। পাব এবং বারগুলি যাতে আদালতের নির্দেশ অনুসরণ করে তা নিশ্চিত করতে পুলিশ আধিকারিকদের মোতায়েন করা হবে।

আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের ২ দিন ইডি হেফাজতের নির্দেশ আদালতের

এই ঘটনায় স্থানীয় মানুষ যে পাবগুলিতে তারস্বরে বেজে চলা সংগীত নিয়ে অভিযোগ জানিয়েছে তাই নয়, তাদের আরও অভিযোগ পাবগুলি থেকে মদ্যপ অবস্থায় বেরিয়ে কিছু মানুষ অভব্য আচরণ করতে থাকে। যা মানসিক অত্যাচারের থেকে কম কিছু নয়।