মুসলিম যুবককে ঘিরে ধরে নৃশংস আক্রমণ, গুরুতর আহত মুয়েব

- আপডেট : ১ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 25
পুবের কলম ওয়েবডেস্ক: মুসলিম যুবককে ঘিরে ধরে নৃশংসভাবে আক্রমণ চালিয়েছে একদল উন্মত্ত জনতা। গণপিটুনির জেরে গুরুতর আহত হয়েছে ২২ বছর বয়সী মুয়েব নামের এক যুবক। আহত যুবক ঝাওয়ালাপুরের বাসিন্দা। ঘটনাটি ঘটে ২৬ জুন হরিদ্বারের গুরুকুল কাংড়ি বিশ্ববিদ্যালয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ৮ থেকে ১০ জনের একটি দল মুয়েবকে মুসলিম পরিচয় হওয়ার কারণে আক্রমণ করে। তাকে লাঠি দিয়ে এলোপাথাড়ি পেটায় তারা।
সূত্রের খবর, ইলেক্ট্রিশিয়ান হিসেবে কর্মরত মুয়েবকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তারপর তাকে একটি সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় মুয়েবকে। স্থানীয় সমাজকর্মীদের সহায়তায় কাঙ্খাল থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। অজ্ঞাতপরিচয় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পবন নামে এক সন্দেহভাজনকে কিছুক্ষণের জন্য আটক করে ছেড়ে দেওয়া হয়।
জনঅধিকার পার্টি এবং খুদাই খিদমতগার সহ স্থানীয় গোষ্ঠীগুলি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে। নিন্দা জানিয়েছেন মুসলিম যুবককে আক্রমণের। জনঅধিকার পার্টির হেমা ভাণ্ডারী এই হামলাকে সাংবিধানিক মূল্যবোধের উপর আক্রমণ বলে অভিহিত করেছেন এবং ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে আইন কঠোরভাবে প্রয়োগের দাবি জানিয়েছেন। ভান্ডারি বলেন, “এ ধরনের হামলার ক্রমবর্ধমান সংখ্যা এবং অপরাধীরা যে দায়মুক্তি ভোগ করছে তা গভীরভাবে উদ্বেগজনক।”