০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
মুসৌরিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, ৫ জনের মৃত্যু

কিবরিয়া আনসারি
- আপডেট : ৫ মে ২০২৪, রবিবার
- / 7
পুবের কলম, ওয়েবডেস্ক: মুসৌরিতে ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৫ জন পড়ুয়ারা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও এক পড়ুয়া। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে মুসৌরি দেরাদুন রোডে। পুলিশ সূত্রে খবর, ৬ জন কলেজ পড়ুয়া একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন। সকলেই মুসৌরির এক কলেজে একসঙ্গে পড়তেন। ট্রিপ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ধারে গভীর খাদে উল্টে পড়ে গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৫ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।