০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জম্মু ও কাশ্মীরের ঐতিহাসিক জামিয়া মসজিদে নামায আদায়ের অনুমতি চাইল মুত্তাহিদা মজলিস-ই-উলামা

ইমামা খাতুন
  • আপডেট : ৭ জুলাই ২০২২, বৃহস্পতিবার
  • / 149

পুবের কলম ওয়েবডেস্কঃ ঐতিহাসিক “জামিয়া মসজিদে” চলতি সপ্তাহের শুক্রবারের জুম্মার নামায আদায়ের অনুমতির আবেদন জানাল কাশ্মীরের ইসলামিক গবেষক ও শীর্ষ প্রচারক সংস্থা মুত্তাহিদা মজলিস-ই-উলামা (এমএমইউ)। সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর প্রশাসনকে এই অনুরোধ জানানো হয়েছে।

মুত্তাহিদা মজলিস-ই-উলামার পক্ষ থেকে বলা হয়, শ্রীনগরের এই মসজিদটি তাঁদের কাছে খুবই পবিত্র। মুসলিমরা যাতে শান্তিপূর্ণভাবে নামায কায়েম করতে পারে ও‌ কোনও বিঘ্ন না ঘটে সেদিকে লক্ষ্য রাখারও আবেদন জানান তাঁরা।

আরও পড়ুন: ৫ রাজ্য ও জম্মু-কাশ্মীরে এনআইএ-র তল্লাশি অভিযান

উল্লেখ্য, রমযান মাসের শেষ জুম্মায় শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদে হঠাৎ করেই নামায পড়া বন্ধ করে দেয় জম্মু প্রশাসন। ইবাদত করতে আসা বহু মানুষ ফিরে যেতে বাধ্য হয়। রমযান মাসের পবিত্র দিন উপলক্ষে শেষ শুক্রবার আল বিদা জুম্মার নামায পড়তে জামিয়া মসজিদে জড়ো হয়ে ছিলেন কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষজন।

আরও পড়ুন: জম্মু ও কাশ্মীর পরিদর্শনে অমিত শাহ

এই মসজিদে নামায বন্ধে সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিল হুরিয়তের চেয়ারম্যান ও প্রধান মুফতি মিরওয়াইজ উমর ফারুক-সহ আঞ্চলিক রাজনৈতিক দলগুলি।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে আবাসিক এলাকাগুলো থেকে সেনা সরানো হচ্ছে, দায়িত্বে থাকবে সিআরপিএফ

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রত্যাহারের পর, ২০১৯ সাল আগস্ট মাসে মসজিদটি একাধিকবার বন্ধ করে দেওয়া হয় ও পরে তা আবার খোলা হয়। পরবর্তীকাল করোনা অতিমারির কারণে মসজিদটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। চলতি বছরের মার্চ মাসে পুনরায় মসজিদটি খুলে দেওয়া হয়েছিল। গত রমযান মাসে আলবিদা জুম্মায় ফের এই মসজিদটি বন্ধ করে দেয় প্রশাসন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জম্মু ও কাশ্মীরের ঐতিহাসিক জামিয়া মসজিদে নামায আদায়ের অনুমতি চাইল মুত্তাহিদা মজলিস-ই-উলামা

আপডেট : ৭ জুলাই ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ঐতিহাসিক “জামিয়া মসজিদে” চলতি সপ্তাহের শুক্রবারের জুম্মার নামায আদায়ের অনুমতির আবেদন জানাল কাশ্মীরের ইসলামিক গবেষক ও শীর্ষ প্রচারক সংস্থা মুত্তাহিদা মজলিস-ই-উলামা (এমএমইউ)। সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর প্রশাসনকে এই অনুরোধ জানানো হয়েছে।

মুত্তাহিদা মজলিস-ই-উলামার পক্ষ থেকে বলা হয়, শ্রীনগরের এই মসজিদটি তাঁদের কাছে খুবই পবিত্র। মুসলিমরা যাতে শান্তিপূর্ণভাবে নামায কায়েম করতে পারে ও‌ কোনও বিঘ্ন না ঘটে সেদিকে লক্ষ্য রাখারও আবেদন জানান তাঁরা।

আরও পড়ুন: ৫ রাজ্য ও জম্মু-কাশ্মীরে এনআইএ-র তল্লাশি অভিযান

উল্লেখ্য, রমযান মাসের শেষ জুম্মায় শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদে হঠাৎ করেই নামায পড়া বন্ধ করে দেয় জম্মু প্রশাসন। ইবাদত করতে আসা বহু মানুষ ফিরে যেতে বাধ্য হয়। রমযান মাসের পবিত্র দিন উপলক্ষে শেষ শুক্রবার আল বিদা জুম্মার নামায পড়তে জামিয়া মসজিদে জড়ো হয়ে ছিলেন কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষজন।

আরও পড়ুন: জম্মু ও কাশ্মীর পরিদর্শনে অমিত শাহ

এই মসজিদে নামায বন্ধে সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিল হুরিয়তের চেয়ারম্যান ও প্রধান মুফতি মিরওয়াইজ উমর ফারুক-সহ আঞ্চলিক রাজনৈতিক দলগুলি।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে আবাসিক এলাকাগুলো থেকে সেনা সরানো হচ্ছে, দায়িত্বে থাকবে সিআরপিএফ

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রত্যাহারের পর, ২০১৯ সাল আগস্ট মাসে মসজিদটি একাধিকবার বন্ধ করে দেওয়া হয় ও পরে তা আবার খোলা হয়। পরবর্তীকাল করোনা অতিমারির কারণে মসজিদটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। চলতি বছরের মার্চ মাসে পুনরায় মসজিদটি খুলে দেওয়া হয়েছিল। গত রমযান মাসে আলবিদা জুম্মায় ফের এই মসজিদটি বন্ধ করে দেয় প্রশাসন।