মুজাফফরনগর দাঙ্গাঃ প্রমাণের অভাবে ২০ জন বেকসুর খালাস
- আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার
- / 25
পুবের কলম ওয়েবডেস্কঃ গত আট বছরে– শুধু প্রমাণের অভাবে মুজাফফরনগর দাঙ্গার ৯৭টি মামলায় মোট ১–১১৭ জনকে মুক্তি দিতে বাধ্য হয়েছে আদালত। ২০১৩ সালে মুজাফফরনগর দাঙ্গায় হত্যা– ধর্ষণ– ডাকাতি ও অগ্নিসংযোগের কারণে মোট ৯৭টি মামলা রুজু হয় আদালতে।
ফের সোমবার ২০১৩-র মুজাফফরনগর দাঙ্গায় অভিযুক্ত ২০ জনকে বেকসুর খালাস করল স্থানীয় আদালত। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ দাখিল করতে ব্যর্থ হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বাবুরাম ২০ জন অভিযুক্তকে মুক্তি দিতে বাধ্য হন। জেলা পাবলিক প্রসিকিউটার (ডিজিসি) রাজীব শর্মা জানান– এই মামলায় সব সাক্ষী এবং অভিযোগকারীরাই আদালতে সাক্ষী দিতে অস্বীকার করে। অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটার নরেন্দ্র শর্মার জানান– কুটবি গ্রামের বাসিন্দা সিরাজুদ্দিন ৮ সেপ্টেম্বর২০১৩ শাহপুর থানায় দাঙ্গাকারীদের বিরুদ্ধে তাঁকে মারধর করে বাড়ির মূল্যবান সামগ্রী লুঠ এবং অগ্নিসংযোগের অভিযোগ দায়ের করেন।এই মামলার শুনানি চলাকালীনই এক অভিযুক্তের মৃত্যু হয়।
উল্লেখ্য– পুলিশ দাঙ্গায় অভিযুক্তদের বিরুদ্ধে ৫১০টি মামলা রুজু করে এবং ১৪৮০ জনকে গ্রেফতার করেছিল। তদন্ত শেষ করে এসআইটি ১৭৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।মুজাফফরনগর দাঙ্গায় মোট ৬০ জনের মৃত্যু হয় এবং ৫০ হাজারের বেশি মানুষ ঘরছাড়া হন।