৩০ অগাস্ট ২০২৫, শনিবার, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

টেনিস খেলোয়াড় রাধিকা যাদব হত্যাকাণ্ডে রহস্য ঘনাচ্ছে, বাবার বিরুদ্ধে উঠছে চাঞ্চল্যকর প্রশ্ন

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ১১ জুলাই ২০২৫, শুক্রবার
  • / 169

পুবের কলম ওয়েবডেস্ক: হরিয়ানার উদীয়মান টেনিস খেলোয়াড় রাধিকা যাদব খুনের ঘটনায় অভিযুক্ত তাঁর বাবা দীপক যাদব। তবে এই হত্যাকাণ্ড ঘিরে জটিলতা বাড়ছে দিন দিন। প্রথমে জানা গিয়েছিল, “মেয়ের উপার্জনে খেতে হচ্ছে”— এই কটাক্ষ সইতে না পেরে রাগের মাথায় মেয়েকে গুলি করে খুন করেছেন দীপক।

কিন্তু পরিবারের আত্মীয় ও প্রতিবেশীরা এই দাবি একেবারেই মানতে নারাজ। তাঁদের দাবি, দীপকের যে বিপুল সম্পত্তি ও মাসিক আয় রয়েছে, তাতে কন্যার উপার্জনে খাওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে কেন এই খুন? উঠছে চাঞ্চল্যকর প্রশ্ন।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গুরুগ্রামে দীপকের বহু কোটি টাকার সম্পত্তি রয়েছে, মাসে আয় করেন ১৫-১৭ লক্ষ টাকা। রয়েছে বিলাসবহুল খামারবাড়িও। পরিবারের ঘনিষ্ঠ এক আত্মীয় বলেন, “যে মানুষ নিজেই কোটি কোটি টাকার মালিক, তাঁকে কি কেউ সত্যিই বলতে পারে যে সে মেয়ের টাকায় খায়? সেই ভিত্তিতে খুন, এই যুক্তি একেবারেই অবাস্তব।”

আরও পড়ুন: কৃষ্ণনগরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর মর্মান্তিক খুন, অভিযুক্ত দেশরাজ সিংহ পলাতক

এই যুক্তিকে খারিজ করে আরও এক আত্মীয় জানান, “দীপক অত্যন্ত মিশুকে এবং পরিবারপ্রীতিতে বিশ্বাসী। তিনি রাধিকার খেলার স্বপ্ন পূরণ করতে নিজের উচ্চশিক্ষার ইচ্ছা ত্যাগ করেছিলেন। এমনকি মেয়ের জন্য দু’লক্ষ টাকা মূল্যের টেনিস র‌্যাকেট কিনেছিলেন। যাঁর কাছে কন্যা ছিল নয়নের মণি, তিনি কটাক্ষের জেরে খুন করতে পারেন, এই কথা মেনে নেওয়া কঠিন।”

আরও পড়ুন: স্ত্রীকে খুন করায়, অভিযুক্ত স্বামীকে এনকাউন্টার পুলিশের

প্রতিবেশীরাও বলছেন, “রাধিকা তো তাঁর গর্ব ছিল। গ্রামের সবার মুখে মুখে ছিল তাঁর সাফল্যের কথা। তাহলে কেনই বা দীপক এমন কাজ করবেন? এর পেছনে নিশ্চয়ই অন্য কোনও গভীর কারণ রয়েছে।”

আরও পড়ুন: আহমেদাবাদে স্কুলে ছাত্র খুন, অভিভাবক ও স্থানীয়দের ভাঙচুর-অশান্তি

 বৃহস্পতিবার সকালে হরিয়ানার বাড়িতেই দীপক যাদব নিজের মেয়ে রাধিকার ওপর পর পর পাঁচ রাউন্ড গুলি চালান। দু’টি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও, তিনটি গুলি সরাসরি রাধিকার পিঠে লাগে। মুহূর্তের মধ্যে মৃত্যু হয় রাধিকার, যিনি ছিলেন ভারতের এক সম্ভাবনাময় টেনিস তারকা।

রাধিকা যাদবের হত্যাকাণ্ড নিয়ে পুলিশের দাবি ও তদন্ত এখনও চলছে। দীপক যদিও আত্মসম্মানহানির অভিযোগই খুনের কারণ হিসেবে তুলে ধরছেন, কিন্তু আত্মীয় ও প্রতিবেশীদের দাবি— এই যুক্তির পিছনে রয়েছে বড়সড় গোপন রহস্য, যার খোঁজ এখনও মেলেনি।

এই রহস্যময় খুনের নেপথ্যে লুকিয়ে রয়েছে কী সত্য? শুধুই সামাজিক কটাক্ষ, না কি আর কিছু? তদন্তে এর উত্তর মিলবে, এমনটাই আশা করছেন সকলে। ততদিন পর্যন্ত রাধিকার মৃত্যু ঘিরে রহস্য ও বিতর্ক আরও ঘনাচ্ছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টেনিস খেলোয়াড় রাধিকা যাদব হত্যাকাণ্ডে রহস্য ঘনাচ্ছে, বাবার বিরুদ্ধে উঠছে চাঞ্চল্যকর প্রশ্ন

আপডেট : ১১ জুলাই ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: হরিয়ানার উদীয়মান টেনিস খেলোয়াড় রাধিকা যাদব খুনের ঘটনায় অভিযুক্ত তাঁর বাবা দীপক যাদব। তবে এই হত্যাকাণ্ড ঘিরে জটিলতা বাড়ছে দিন দিন। প্রথমে জানা গিয়েছিল, “মেয়ের উপার্জনে খেতে হচ্ছে”— এই কটাক্ষ সইতে না পেরে রাগের মাথায় মেয়েকে গুলি করে খুন করেছেন দীপক।

কিন্তু পরিবারের আত্মীয় ও প্রতিবেশীরা এই দাবি একেবারেই মানতে নারাজ। তাঁদের দাবি, দীপকের যে বিপুল সম্পত্তি ও মাসিক আয় রয়েছে, তাতে কন্যার উপার্জনে খাওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে কেন এই খুন? উঠছে চাঞ্চল্যকর প্রশ্ন।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গুরুগ্রামে দীপকের বহু কোটি টাকার সম্পত্তি রয়েছে, মাসে আয় করেন ১৫-১৭ লক্ষ টাকা। রয়েছে বিলাসবহুল খামারবাড়িও। পরিবারের ঘনিষ্ঠ এক আত্মীয় বলেন, “যে মানুষ নিজেই কোটি কোটি টাকার মালিক, তাঁকে কি কেউ সত্যিই বলতে পারে যে সে মেয়ের টাকায় খায়? সেই ভিত্তিতে খুন, এই যুক্তি একেবারেই অবাস্তব।”

আরও পড়ুন: কৃষ্ণনগরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর মর্মান্তিক খুন, অভিযুক্ত দেশরাজ সিংহ পলাতক

এই যুক্তিকে খারিজ করে আরও এক আত্মীয় জানান, “দীপক অত্যন্ত মিশুকে এবং পরিবারপ্রীতিতে বিশ্বাসী। তিনি রাধিকার খেলার স্বপ্ন পূরণ করতে নিজের উচ্চশিক্ষার ইচ্ছা ত্যাগ করেছিলেন। এমনকি মেয়ের জন্য দু’লক্ষ টাকা মূল্যের টেনিস র‌্যাকেট কিনেছিলেন। যাঁর কাছে কন্যা ছিল নয়নের মণি, তিনি কটাক্ষের জেরে খুন করতে পারেন, এই কথা মেনে নেওয়া কঠিন।”

আরও পড়ুন: স্ত্রীকে খুন করায়, অভিযুক্ত স্বামীকে এনকাউন্টার পুলিশের

প্রতিবেশীরাও বলছেন, “রাধিকা তো তাঁর গর্ব ছিল। গ্রামের সবার মুখে মুখে ছিল তাঁর সাফল্যের কথা। তাহলে কেনই বা দীপক এমন কাজ করবেন? এর পেছনে নিশ্চয়ই অন্য কোনও গভীর কারণ রয়েছে।”

আরও পড়ুন: আহমেদাবাদে স্কুলে ছাত্র খুন, অভিভাবক ও স্থানীয়দের ভাঙচুর-অশান্তি

 বৃহস্পতিবার সকালে হরিয়ানার বাড়িতেই দীপক যাদব নিজের মেয়ে রাধিকার ওপর পর পর পাঁচ রাউন্ড গুলি চালান। দু’টি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও, তিনটি গুলি সরাসরি রাধিকার পিঠে লাগে। মুহূর্তের মধ্যে মৃত্যু হয় রাধিকার, যিনি ছিলেন ভারতের এক সম্ভাবনাময় টেনিস তারকা।

রাধিকা যাদবের হত্যাকাণ্ড নিয়ে পুলিশের দাবি ও তদন্ত এখনও চলছে। দীপক যদিও আত্মসম্মানহানির অভিযোগই খুনের কারণ হিসেবে তুলে ধরছেন, কিন্তু আত্মীয় ও প্রতিবেশীদের দাবি— এই যুক্তির পিছনে রয়েছে বড়সড় গোপন রহস্য, যার খোঁজ এখনও মেলেনি।

এই রহস্যময় খুনের নেপথ্যে লুকিয়ে রয়েছে কী সত্য? শুধুই সামাজিক কটাক্ষ, না কি আর কিছু? তদন্তে এর উত্তর মিলবে, এমনটাই আশা করছেন সকলে। ততদিন পর্যন্ত রাধিকার মৃত্যু ঘিরে রহস্য ও বিতর্ক আরও ঘনাচ্ছে।