অস্কারজয়ী গান ‘নাটু নাটু’–র জনপ্রিয় গায়ক রাহুল সিপ্লিগঞ্জকে ১ কোটি টাকার পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি। রবিবার হায়দরাবাদের বনালু উৎসবের দিনে মুখ্যমন্ত্রী এই পুরস্কারের কথা ঘোষণা করেন।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাহুল সিপ্লিগঞ্জ তাঁর অনুপ্রেরণামূলক সাফল্যের জন্য বিশেষ করে হায়দরাবাদের পুরনো শহরের তরুণদের কাছে একটি উদাহরণ।
২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য কংগ্রেস সভাপতি হিসেবে রেভন্ত রেড্ডি রাহুলকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেন এবং কংগ্রেস ক্ষমতায় এলে ১ কোটি টাকা পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী হিসেবে সেই প্রতিশ্রুতিই পূরণ করলেন তিনি।





























