ভুয়ো ভোটারে কড়া রাজ্য, ভোটার তালিকা সংশোধনে বাড়তি নজরদারির নির্দেশ নবান্নের
- আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার
- / 207
পুবের কলম, ওয়েবডেস্ক: ভুয়ো ভোটার নিয়ে কড়া হল নবান্ন। ভুয়ো ভোটার তালিকা সংশোধন করতে কড়া নির্দেশ দিল রাজ্য সরকার। সংশোধনের কাজে যাতে বাড়তি নজরদারি করা হয়, সেই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। প্রত্যেকটি জেলার জেলাশাসকদের এই মর্মে নির্দেশিকা দেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে, আবেদন জমা পড়ার পর ভাল করে তা যাচাই করতে হবে। কোনও নির্দিষ্ট এলাকায় যদি অস্বাভাবিক সংখ্যক ভোটার কার্ডের আবেদন জমা পড়লে সেগুলি পুনরায় যাচাই করতে হবে।
প্রসঙ্গত, এর আগে ভোটার তালিকার নামে কারসাজির অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন নির্বাচন কমিশনকে ব্যবহার করে অনলাইন ভোটার তালিকার নামে কারসাজি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই অভিযোগের পরই কড়া অবস্থান নিল নবান্ন। শনিবার সব জেলার জেলাশাসক এবং একাধিক দফতরে সচিবদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব। সেই বৈঠকে মনোজ পন্থ সাফ বলেন, ভুয়ো ভোটার তালিকা তৈরির কাজে কোনও সরকারি কর্মী যুক্ত থাকার অভিযোগ এলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে।










































