১৬ নভেম্বর ২০২৫, রবিবার, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সচিব পর্যায়ে রদবদল রাজ্যে

ইমামা খাতুন
  • আপডেট : ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
  • / 558

পুবের কলম প্রতিবেদক: রাজ্যে নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে মনোজ আগরওয়ালের নাম আগেই ঘোষিত হয়েছে। তিনি বন ও বিপর্যয় মোকাবিলা দফতরের অতিরিক্ত প্রধান সচিবের দায়িত্ব পালন করতেন। বর্তমানে বন দফতরের প্রধান সচিব হলেন আইএফএস দেবল রায়। বিপর্যয় মোকাবিলা দফতরের দায়িত্ব সামলাবেন আইএএস রাজেশকুমার সিনহা। একই সঙ্গে রাজেশবাবু আবাসন, ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের সঙ্গে অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দফতরের সচিব স্মারকী মহাপাত্রকে পশ্চিমবঙ্গ খনিজ উন্নয়ন ও বাণিজ্যিক নিগমের অধিকর্তার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের অতিরিক্ত সচিব অংশুল গুপ্তাকে কেএমডিএ-এর সিইও করা হল। দীপিকা সানয়ামাত হলেন জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের বিভাগীয় সচিব। আইজি রেজিস্ট্রেশন  ড. মাশঙ্কর এসকে কৃষি দফতরের সিনিয়র স্পেশাল সচিব পদে বহাল করা হল। পি মোহন গান্ধীকে ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড ওয়েটল্যান্ড ম্যানেজমেন্টের অধিকর্তা করা হল। এই পদে থাকা অভিনব চন্দ্রকে প্রশাসনিক প্রশিক্ষ ণ কেন্দ্রের অতিরিক্ত অধিকর্তা করা হল।

আরও পড়ুন: বাংলাই এখন দেশের সেরা! SIR কর্মসূচিতে শীর্ষে পশ্চিমবঙ্গ

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সচিব পর্যায়ে রদবদল রাজ্যে

আপডেট : ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: রাজ্যে নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে মনোজ আগরওয়ালের নাম আগেই ঘোষিত হয়েছে। তিনি বন ও বিপর্যয় মোকাবিলা দফতরের অতিরিক্ত প্রধান সচিবের দায়িত্ব পালন করতেন। বর্তমানে বন দফতরের প্রধান সচিব হলেন আইএফএস দেবল রায়। বিপর্যয় মোকাবিলা দফতরের দায়িত্ব সামলাবেন আইএএস রাজেশকুমার সিনহা। একই সঙ্গে রাজেশবাবু আবাসন, ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের সঙ্গে অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দফতরের সচিব স্মারকী মহাপাত্রকে পশ্চিমবঙ্গ খনিজ উন্নয়ন ও বাণিজ্যিক নিগমের অধিকর্তার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের অতিরিক্ত সচিব অংশুল গুপ্তাকে কেএমডিএ-এর সিইও করা হল। দীপিকা সানয়ামাত হলেন জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের বিভাগীয় সচিব। আইজি রেজিস্ট্রেশন  ড. মাশঙ্কর এসকে কৃষি দফতরের সিনিয়র স্পেশাল সচিব পদে বহাল করা হল। পি মোহন গান্ধীকে ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড ওয়েটল্যান্ড ম্যানেজমেন্টের অধিকর্তা করা হল। এই পদে থাকা অভিনব চন্দ্রকে প্রশাসনিক প্রশিক্ষ ণ কেন্দ্রের অতিরিক্ত অধিকর্তা করা হল।

আরও পড়ুন: বাংলাই এখন দেশের সেরা! SIR কর্মসূচিতে শীর্ষে পশ্চিমবঙ্গ