দ্রুততম সময়ে মাস্ক পরে গিনেস বুকে নাম তুলল বাংলাদেশের পড়ুয়া নাফিস ইসতে অন্তু
- আপডেট : ২৫ জানুয়ারী ২০২২, মঙ্গলবার
- / 8
পুবের কলম ওয়েবডেস্কঃ রেকর্ড বইয়ে নাম তোলার জন্য অনেকেই নানা ধরনের মজার কান্ড ঘটিয়ে থাকেন। এবার এই ভাবে দুটি বিশ্ব রেকর্ড করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন নাফিস ইসতে অন্তু।
দ্রুততম সময়ে ১০টি মাস্ক পরে রেকর্ড করেছে সে।মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ পিল নামের এক ব্যক্তি ৭ দশমিক ৩৫ সেকেন্ডে পরেছিলেন ১০টি মাস্ক। সেই রেকর্ড ভেঙেছে অন্তু। সে মাত্র ৭.১৬ সেকেন্ডে পরেছে ১০টি সার্জিক্যাল মাস্ক।
এছাড়া হাত ব্যবহার না করে শুধু মুখ দিয়ে খোসা ছাড়িয়ে দ্রুততম সময়ে কলা খাওয়ার রেকর্ডটি ছিল কানাডার মাইক জ্যাকের। তার সময় লেগেছিল ৩০.৭১ সেকেন্ড। কিন্তু অন্তু এ কাজটি করতে ৩৭.৭ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েছে।
গত ১৯ ডিসেম্বর রেকর্ড গড়ার স্বীকৃতিস্বরূপ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দুটি শংসাপত্র হাতে পেয়েছে অন্তু।
সে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। এ ঘটনায় উচ্ছসিত অন্তুর পরিবার, সহপাঠী ও শিক্ষকেরা।