১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৬০ বছরে প্রথমবার মহিলা বিধায়ক পেল নাগাল্যান্ড

ইমামা খাতুন
  • আপডেট : ২ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
  • / 99

পুবের কলম ওয়েবডেস্ক: আর মহিলাবর্জিত রইল না নাগাল্যান্ড বিধানসভা। ৬০ বছরের প্রতীক্ষার অবসান হল। নাগাল্যান্ড বিধানসভা পেল একজোড়া মহিলা বিধায়ক । এনডিপিপির প্রার্থী সালহউতুয়োনুয়ো  ক্রুসে এবং হেকানি জাখালু ইতিহাস রচনা করলেন উত্তর-পূর্ব পার্বত্য রাজ্যে। ডিমাপুর ৩ বিধানসভা কেন্দ্র থেকে  জাখালু ১৫৩৬ ভোটে জিতে রাজ্যের প্রথম বিধায়ক নির্বাচিত হন। এ বছর মোট চারজন মহিলা প্রার্থী বিধানসভা ভোটে দাঁড়িয়েছিলেন। মেঘালয় পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়ার পর গত ৬০ বছরে একাধিক দল সেখানে শাসনক্ষমতায় এসেছে। কিন্তু মহিলা বিধায়ক সে রাজ্যে এই প্রথম।

জাখালু রাজ্য রাজনীতিতে খুব একটা পরিচিত মুখ নন। পড়াশোনার কারণে দীর্ঘ দিন আমেরিকায় ছিলেন তিনি। সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইনে স্নাতকোত্তর হন। ২০১৮ সালে নারীশক্তি পুরস্কার পেয়েছেন জাকালু। দেশে ফিরে আইনকেই পেশা হিসাবে গ্রহণ করেন। কোহিমায় স্বনামধন্য আইনজীবী হিসাবে পরিচিতি রয়েছে তাঁর। এনডিপিপি নেতা তথা রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী নেফিউ রিওয়ের আহ্বানে সাড়া দিয়েই সক্রিয়  রাজনীতিতে নামেন জাখালু।

অন্য জয়ী প্রাথী সালহউতুয়োনুয়ো ক্রুসে স্থানীয় এক হোটেল ব্যবসায়ী। তিনি নাগাল্যান্ডের হোটেল  ব্যাবসায় পরিচিত মুখ। নাগাল্যান্ডের ন্যাশনালিস্ট  ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির সদস্য তিনি। সালহউতুয়োনুয়োর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন কেনিনজাখো নাখরো। কেনিনজাখো মূলত, নির্দল প্রার্থী। তাঁর জন্য ভোট প্রচার করেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মতো নেতারা।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৬০ বছরে প্রথমবার মহিলা বিধায়ক পেল নাগাল্যান্ড

আপডেট : ২ মার্চ ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: আর মহিলাবর্জিত রইল না নাগাল্যান্ড বিধানসভা। ৬০ বছরের প্রতীক্ষার অবসান হল। নাগাল্যান্ড বিধানসভা পেল একজোড়া মহিলা বিধায়ক । এনডিপিপির প্রার্থী সালহউতুয়োনুয়ো  ক্রুসে এবং হেকানি জাখালু ইতিহাস রচনা করলেন উত্তর-পূর্ব পার্বত্য রাজ্যে। ডিমাপুর ৩ বিধানসভা কেন্দ্র থেকে  জাখালু ১৫৩৬ ভোটে জিতে রাজ্যের প্রথম বিধায়ক নির্বাচিত হন। এ বছর মোট চারজন মহিলা প্রার্থী বিধানসভা ভোটে দাঁড়িয়েছিলেন। মেঘালয় পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়ার পর গত ৬০ বছরে একাধিক দল সেখানে শাসনক্ষমতায় এসেছে। কিন্তু মহিলা বিধায়ক সে রাজ্যে এই প্রথম।

জাখালু রাজ্য রাজনীতিতে খুব একটা পরিচিত মুখ নন। পড়াশোনার কারণে দীর্ঘ দিন আমেরিকায় ছিলেন তিনি। সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইনে স্নাতকোত্তর হন। ২০১৮ সালে নারীশক্তি পুরস্কার পেয়েছেন জাকালু। দেশে ফিরে আইনকেই পেশা হিসাবে গ্রহণ করেন। কোহিমায় স্বনামধন্য আইনজীবী হিসাবে পরিচিতি রয়েছে তাঁর। এনডিপিপি নেতা তথা রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী নেফিউ রিওয়ের আহ্বানে সাড়া দিয়েই সক্রিয়  রাজনীতিতে নামেন জাখালু।

অন্য জয়ী প্রাথী সালহউতুয়োনুয়ো ক্রুসে স্থানীয় এক হোটেল ব্যবসায়ী। তিনি নাগাল্যান্ডের হোটেল  ব্যাবসায় পরিচিত মুখ। নাগাল্যান্ডের ন্যাশনালিস্ট  ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির সদস্য তিনি। সালহউতুয়োনুয়োর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন কেনিনজাখো নাখরো। কেনিনজাখো মূলত, নির্দল প্রার্থী। তাঁর জন্য ভোট প্রচার করেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মতো নেতারা।