২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নাইরোবি ফ্লাইয়ের আক্রমণ! আক্রান্ত উত্তর ২৪ পরগনার যুবক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ জুলাই ২০২২, শুক্রবার
  • / 79

পুবের কলম, ওয়েবডেস্ক: একদিকে ফের করোনা গ্রাফ মাথাচাড়া দিয়ে উঠছে ঠিক তার মধ্যেই ভয় ধরাচ্ছে নাইরোবি ফ্লাই, অ্যাসিড পোকার। উত্তরবঙ্গে এই পোকা ভালোভাবেই তার আধিপত্য বিস্তার করেছে। উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে বহু পড়ুয়া। এবার এই পোকার দেখা মিলল উত্তর ২৪ পরগনায়। এই পোকার আক্রমণে আক্রান্ত হয়েছেন অশোকনগরের বাসিন্দা নিহার বাগচী।

গত ৩০ জুন এই পোকার কামড়ে আক্রান্ত হন নিহারবাবু। সেই সময় তিনি বাইক চালিয়ে হাবরার জয়গাছির দিকে যাচ্ছিলেন। হঠাৎ করেই পোকাটি তার চোখে এসে বসে। নিহার পোকাটিকে হাত দিয়ে পিষে দেন। আর তাতে হয় বিপত্তি। সেই সময় নাইরোবি ফ্লাইয়ের শরীর নিঃসৃত অ্যাসিড বের হয়। তার পর থেকেই চোখের কোনায়, মুখে জ্বালা করতে শুরু করে। তখন এই অবস্থা ঠিক আঁচ করতে পারেনি নিহার। রাতে জ্বালা বেড়ে যায়। মাঝরাতে জ্বালা আরও বেশি শুরু হতে থাকে। হুম ভেঙে যায় নিহারের। দেখেন মুখে ফুলে গেছে।

আরও পড়ুন: উপমুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা, বিজেপি-আরজেডির বাগ্‌যুদ্ধে উত্তপ্ত বিহার

হঠাৎই মাঝরাতে ঘুম ভাঙলে তিনি দেখেন, মুখ বীভৎস ফুলেছে। সকালে ইন্টারনেট সার্চ করে নিহার নাইরোবি ফ্লাইয়ের কথা জানতে পারেন। এর পরেই চিকিৎসকের কাছে যান নিহারবাবু। কিছুদিন পর তার মুখের একটা অংশ পুড়ে গিয়েছে। তারপর আবার  তিনি আবার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। আপাতত সুস্থ আছেন নিহার। তবে জ্বর, বমির উপসর্গ না দেখা গেলেও খাবারে অরুচি আছে।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: কাশ্মীরের ঘটনায় সরব PALESTINE

নিহার বাগচী একজন কনটেন্ট ক্রিয়েটর। সোশ্যাল মিডিয়ায় নিহার ‘মাঞ্চু’ দাদা নামে পরিচিত।

আরও পড়ুন: ট্রাম্পের নির্দেশেই নতুন করে গাজায় হামলা ইসরাইলের: জানাল হোয়াইট হাউস

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নাইরোবি ফ্লাইয়ের আক্রমণ! আক্রান্ত উত্তর ২৪ পরগনার যুবক

আপডেট : ৮ জুলাই ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: একদিকে ফের করোনা গ্রাফ মাথাচাড়া দিয়ে উঠছে ঠিক তার মধ্যেই ভয় ধরাচ্ছে নাইরোবি ফ্লাই, অ্যাসিড পোকার। উত্তরবঙ্গে এই পোকা ভালোভাবেই তার আধিপত্য বিস্তার করেছে। উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে বহু পড়ুয়া। এবার এই পোকার দেখা মিলল উত্তর ২৪ পরগনায়। এই পোকার আক্রমণে আক্রান্ত হয়েছেন অশোকনগরের বাসিন্দা নিহার বাগচী।

গত ৩০ জুন এই পোকার কামড়ে আক্রান্ত হন নিহারবাবু। সেই সময় তিনি বাইক চালিয়ে হাবরার জয়গাছির দিকে যাচ্ছিলেন। হঠাৎ করেই পোকাটি তার চোখে এসে বসে। নিহার পোকাটিকে হাত দিয়ে পিষে দেন। আর তাতে হয় বিপত্তি। সেই সময় নাইরোবি ফ্লাইয়ের শরীর নিঃসৃত অ্যাসিড বের হয়। তার পর থেকেই চোখের কোনায়, মুখে জ্বালা করতে শুরু করে। তখন এই অবস্থা ঠিক আঁচ করতে পারেনি নিহার। রাতে জ্বালা বেড়ে যায়। মাঝরাতে জ্বালা আরও বেশি শুরু হতে থাকে। হুম ভেঙে যায় নিহারের। দেখেন মুখে ফুলে গেছে।

আরও পড়ুন: উপমুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা, বিজেপি-আরজেডির বাগ্‌যুদ্ধে উত্তপ্ত বিহার

হঠাৎই মাঝরাতে ঘুম ভাঙলে তিনি দেখেন, মুখ বীভৎস ফুলেছে। সকালে ইন্টারনেট সার্চ করে নিহার নাইরোবি ফ্লাইয়ের কথা জানতে পারেন। এর পরেই চিকিৎসকের কাছে যান নিহারবাবু। কিছুদিন পর তার মুখের একটা অংশ পুড়ে গিয়েছে। তারপর আবার  তিনি আবার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। আপাতত সুস্থ আছেন নিহার। তবে জ্বর, বমির উপসর্গ না দেখা গেলেও খাবারে অরুচি আছে।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: কাশ্মীরের ঘটনায় সরব PALESTINE

নিহার বাগচী একজন কনটেন্ট ক্রিয়েটর। সোশ্যাল মিডিয়ায় নিহার ‘মাঞ্চু’ দাদা নামে পরিচিত।

আরও পড়ুন: ট্রাম্পের নির্দেশেই নতুন করে গাজায় হামলা ইসরাইলের: জানাল হোয়াইট হাউস