০৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্জাব কংগ্রেসের সভাপতি পদে পদত্যাগ প্রত্যাহার সিধুর

মিতা রয়
  • আপডেট : ৫ নভেম্বর ২০২১, শুক্রবার
  • / 12

পুবের কলম ডেস্ক : পঞ্জাব কংগ্রেসের সভাপতি পদে এবার নিজের পদত্যাগ পত্র প্রত্যাহার করলেন নভজ্যোৎ সিং সিধু। শুক্রবার চণ্ডীগঢ়ে এক সাংবাদিক সন্মেলনে তিনি বলেন, “আমি আমার পদত্যাগপত্র ফিরিয়ে নিয়েছি। যেদিন নতুন অ্যাডভোকেট জেনারেল এবং ডিজিপির নতুন প্যানেল আসবে, সেদিন থেকে আমিও আমার অফিসের কাজ শুরু করব।”

আদতে কিছুদিন আগে রাহুল গান্ধির সঙ্গে দেখা করার পর সমস্ত সমস্যার অবসান ঘটিয়ে সিধু বলেছিলেন যে আমি আমার পদত্যাগ প্রত্যাহার করেছি। নতুন অ্যাডভোকেট জেনারেল নিয়োগ হলেই আমি দলীয় কার্যালয়ে গিয়ে দায়িত্ব নেব।

আরও পড়ুন: BIG BREAKING: মণিপুরে জারি হল রাষ্ট্রপতি শাসন

এর পাশাপাশি পঞ্জাব সরকার কর্তৃক অ্যাডভোকেট জেনারেল এবং ডিজিপির নিয়োগের যে বিরোধিতা তিনি করে এসেছেন, তারও ব্যাখ্যা দেন নভজ্যোৎ সিং সিধু। এপিএস দেওলকে অ্যাডভোকেট জেনারেল পদে নিয়োগ করায় কোনওদিনই সেভাবে মত ছিল না প্রদেশ সভাপতির। এপিএস দেওলকে নাকি ইস্তফা দেওয়ার কথাও বলা হয়েছিল। অন্যদিকে সিধুর ধারাবাহিক আক্রমণের পরে সোমবার মুখ্যমন্ত্রীর কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছিলেন দেওল। তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে কি না, তা রাজ্য সরকার এখনও স্পষ্ট করেনি। তবে সুত্রের খবর, দেওলের ইস্তফা মেনে নিতে চাইছেন না চন্নী।   আবার অন্য এক‌টি সূত্রের দাবি, দেওল জানিয়েছেন, তিনি আদৌ ইস্তফা দেননি।উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর পঞ্জাবের অ্যাডভোকেট জেনারেল পদে এপিএস দেওলকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে পঞ্জাব সরকার। অ্যাডভোকেট জেনারেল পদে এপিএস দেওলের নিয়োগ নিয়ে প্রথম  থেকেই আপত্তি ছিল সিধুর। দেওলকে অ্যাডভোকেট জেনারাল পদে নিয়োগ করায় কোনো ভাবেই এক মত হতে পারেননি প্রদেশ সভাপতি।

আরও পড়ুন: মণিপুরে ব্যর্থ মোদির অ্যাক্ট ইস্ট পলিসি: সুস্মিতা

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির মূলমাথা সুবিনয়ের পদত্যাগ

প্রতিবেদক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পঞ্জাব কংগ্রেসের সভাপতি পদে পদত্যাগ প্রত্যাহার সিধুর

আপডেট : ৫ নভেম্বর ২০২১, শুক্রবার

পুবের কলম ডেস্ক : পঞ্জাব কংগ্রেসের সভাপতি পদে এবার নিজের পদত্যাগ পত্র প্রত্যাহার করলেন নভজ্যোৎ সিং সিধু। শুক্রবার চণ্ডীগঢ়ে এক সাংবাদিক সন্মেলনে তিনি বলেন, “আমি আমার পদত্যাগপত্র ফিরিয়ে নিয়েছি। যেদিন নতুন অ্যাডভোকেট জেনারেল এবং ডিজিপির নতুন প্যানেল আসবে, সেদিন থেকে আমিও আমার অফিসের কাজ শুরু করব।”

আদতে কিছুদিন আগে রাহুল গান্ধির সঙ্গে দেখা করার পর সমস্ত সমস্যার অবসান ঘটিয়ে সিধু বলেছিলেন যে আমি আমার পদত্যাগ প্রত্যাহার করেছি। নতুন অ্যাডভোকেট জেনারেল নিয়োগ হলেই আমি দলীয় কার্যালয়ে গিয়ে দায়িত্ব নেব।

আরও পড়ুন: BIG BREAKING: মণিপুরে জারি হল রাষ্ট্রপতি শাসন

এর পাশাপাশি পঞ্জাব সরকার কর্তৃক অ্যাডভোকেট জেনারেল এবং ডিজিপির নিয়োগের যে বিরোধিতা তিনি করে এসেছেন, তারও ব্যাখ্যা দেন নভজ্যোৎ সিং সিধু। এপিএস দেওলকে অ্যাডভোকেট জেনারেল পদে নিয়োগ করায় কোনওদিনই সেভাবে মত ছিল না প্রদেশ সভাপতির। এপিএস দেওলকে নাকি ইস্তফা দেওয়ার কথাও বলা হয়েছিল। অন্যদিকে সিধুর ধারাবাহিক আক্রমণের পরে সোমবার মুখ্যমন্ত্রীর কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছিলেন দেওল। তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে কি না, তা রাজ্য সরকার এখনও স্পষ্ট করেনি। তবে সুত্রের খবর, দেওলের ইস্তফা মেনে নিতে চাইছেন না চন্নী।   আবার অন্য এক‌টি সূত্রের দাবি, দেওল জানিয়েছেন, তিনি আদৌ ইস্তফা দেননি।উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর পঞ্জাবের অ্যাডভোকেট জেনারেল পদে এপিএস দেওলকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে পঞ্জাব সরকার। অ্যাডভোকেট জেনারেল পদে এপিএস দেওলের নিয়োগ নিয়ে প্রথম  থেকেই আপত্তি ছিল সিধুর। দেওলকে অ্যাডভোকেট জেনারাল পদে নিয়োগ করায় কোনো ভাবেই এক মত হতে পারেননি প্রদেশ সভাপতি।

আরও পড়ুন: মণিপুরে ব্যর্থ মোদির অ্যাক্ট ইস্ট পলিসি: সুস্মিতা

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির মূলমাথা সুবিনয়ের পদত্যাগ