২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নামাযে বাধা ! হরিয়ানা প্রশাসনের অবমাননা মামলা সুপ্রিম কোর্টে

মাসুদ আলি
  • আপডেট : ৩১ জানুয়ারী ২০২২, সোমবার
  • / 71

পুবের কলম ওয়েবডেস্ক : পুবের কলম ওয়েবডেস্ক : হরিয়ানার গুরুগ্রামে নমাজ পাঠে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। হরিয়ানার মুখ্যসচিব-ডিজির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে শীর্ষ আদালতে গিয়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মহম্মদ আদিব। তাঁর আবেদন, গুরুগ্রামে শুক্রবারের নমাজে বাধা দেওয়ার ঘটনা রুখতে ব্যর্থ হওয়ার জন্য হরিয়ানা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে অবমাননার জন্য ব্যবস্থা নেওয়া উচিত।

বর্তমান মামলাটি উঠেছে প্রধান বিচারপতি এন ভি রামানা (NV Ramana), বিচারপতি এএস বোপান্না (AS Bopanna) ও বিচারপতি হিমা কোহলির (Hima Kohli) ডিভিশন বেঞ্চে। হরিয়ানার উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলাটি করেছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মহম্মদ আদিব (Mohammad Adeeb)। মামলায় প্রশ্ন তোলা হয়েছে, আদালতের নির্দেশ থাকা সত্বেও শুক্রবারের নামাযের বাধা দেওয়ার ঘটনা কেন রুখতে পারল না হরিয়ানা প্রশাসন।

আরও পড়ুন: রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের আগাম জামিন বহাল রাখল সুপ্রিম কোর্ট

হরিয়ানার গুরুগ্রামে রাস্তায় নমাজ পড়া নিয়ে মন্তব্য করে সম্প্রতি বিতর্ক বাড়ান রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার (Manohar Lal Khattar)। প্রকাশ্যে রাস্তা আটকে নামায (Namaz) পড়া সহ্য করা হবে না বলে সুর চড়ান তিনি । তাঁর মতে, ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে প্রার্থনা করাই শ্রেয়। খোলা জায়গায় তা করা উচিত নয়।

আরও পড়ুন: Telangana: প্রথম তফসিলিদের জন্য শ্রেণিবিন্যাস চালু

আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন, কেবল সংবাদপত্রের প্রতিবেদনের উপর ভিত্তি করে আমরা কোনও আবেদন জানাচ্ছি না। আমরা এই বিষয়ে এফআইআর দায়েরের অনুমতিও চাইছি না। এর আগে সুপ্রিম কোর্ট এই ধরনের ঘটনা রুখতে পদক্ষেপ করার কথা বলেছিল। একথা শুনে প্রধান বিচারপতি এন ভি রমনা বলেন, ‘আমি দ্রুত এই সংক্রান্ত মামলা উপযুক্ত বেঞ্চে পাঠাব।’

আরও পড়ুন: লোকসভা থেকে বহিষ্কার: মহুয়া মৈত্রের আবেদনের শুনানি হবে মে মাসে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নামাযে বাধা ! হরিয়ানা প্রশাসনের অবমাননা মামলা সুপ্রিম কোর্টে

আপডেট : ৩১ জানুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক : পুবের কলম ওয়েবডেস্ক : হরিয়ানার গুরুগ্রামে নমাজ পাঠে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। হরিয়ানার মুখ্যসচিব-ডিজির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে শীর্ষ আদালতে গিয়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মহম্মদ আদিব। তাঁর আবেদন, গুরুগ্রামে শুক্রবারের নমাজে বাধা দেওয়ার ঘটনা রুখতে ব্যর্থ হওয়ার জন্য হরিয়ানা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে অবমাননার জন্য ব্যবস্থা নেওয়া উচিত।

বর্তমান মামলাটি উঠেছে প্রধান বিচারপতি এন ভি রামানা (NV Ramana), বিচারপতি এএস বোপান্না (AS Bopanna) ও বিচারপতি হিমা কোহলির (Hima Kohli) ডিভিশন বেঞ্চে। হরিয়ানার উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলাটি করেছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মহম্মদ আদিব (Mohammad Adeeb)। মামলায় প্রশ্ন তোলা হয়েছে, আদালতের নির্দেশ থাকা সত্বেও শুক্রবারের নামাযের বাধা দেওয়ার ঘটনা কেন রুখতে পারল না হরিয়ানা প্রশাসন।

আরও পড়ুন: রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের আগাম জামিন বহাল রাখল সুপ্রিম কোর্ট

হরিয়ানার গুরুগ্রামে রাস্তায় নমাজ পড়া নিয়ে মন্তব্য করে সম্প্রতি বিতর্ক বাড়ান রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার (Manohar Lal Khattar)। প্রকাশ্যে রাস্তা আটকে নামায (Namaz) পড়া সহ্য করা হবে না বলে সুর চড়ান তিনি । তাঁর মতে, ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে প্রার্থনা করাই শ্রেয়। খোলা জায়গায় তা করা উচিত নয়।

আরও পড়ুন: Telangana: প্রথম তফসিলিদের জন্য শ্রেণিবিন্যাস চালু

আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন, কেবল সংবাদপত্রের প্রতিবেদনের উপর ভিত্তি করে আমরা কোনও আবেদন জানাচ্ছি না। আমরা এই বিষয়ে এফআইআর দায়েরের অনুমতিও চাইছি না। এর আগে সুপ্রিম কোর্ট এই ধরনের ঘটনা রুখতে পদক্ষেপ করার কথা বলেছিল। একথা শুনে প্রধান বিচারপতি এন ভি রমনা বলেন, ‘আমি দ্রুত এই সংক্রান্ত মামলা উপযুক্ত বেঞ্চে পাঠাব।’

আরও পড়ুন: লোকসভা থেকে বহিষ্কার: মহুয়া মৈত্রের আবেদনের শুনানি হবে মে মাসে