০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ওটিটি-তে নেশা দ্রব্যের প্রদর্শন নিয়ন্ত্রণ জরুরি: এনসিপিসিআর

ইমামা খাতুন
  • আপডেট : ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার
  • / 10

পুবের কলম,ওয়েবডেস্ক: দেশে বাড়ছে তামাকজাতীয় নেশাদ্রব্য  ব্যবহারকারীর সংখ্যা। ছোটরাও কুসঙ্গে পড়ে এর শিকার হচ্ছে। এই প্রেক্ষিতে তাদেরকে এ থেকে দূরে রাখতে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস ‘নেশামুক্ত অমৃতকাল’ অভিযানের সূচনা করেছে। গত ৩১ মে ছিল বিশ্ব তামাক বর্জন দিবস। তার পরেই শিশুদের অধিকার রক্ষা সম্পর্কিত জাতীয় কমিশন এনসিপিসিআর-এর উদ্যোগে এই অভিযান শুরু হল।

এর লক্ষ্য নেশামুক্ত সুস্থ ভারত গড়ে তোলা। এনসিপিসিআর ওটিটি প্ল্যাটফর্মে তামাকের ব্যবহার প্রদর্শনের বিষয়টি নিয়ন্ত্রণের জন্য সরকারি পদক্ষেপের বিশেষ প্রশংসা করেছে। তামাকজাত পদার্থ ও ড্রাগের নেশা নিয়ে বলা হয়, দেশের ছেলে-মেয়েদের মধ্যে তামাক ব্যবহারের প্রবণতার পিছনে বিনোদন জগতের যে এক বিশেষ ভূমিকা রয়েছে তা কোনওভাবেই অস্বীকার করা যায় না।

এই কারণে ওটিটি মঞ্চে এই ধরনের নেশা দ্রব্যের প্রদর্শন নিয়ন্ত্রণ করা একান্ত জরুরি। তামাকসহ বিভিন্ন নেশাদ্রব্য নিয়ন্ত্রণে প্রচলিত আইনটির মধ্যে যে ফাঁক-ফোকর রয়েছে তা দূর করাই শুধুমাত্র জরুরি নয়, একইসঙ্গে প্রয়োজন ভালো অভ্যাস গড়ে তোলার উপর সার্বিকভাবে জোর দেওয়া।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওটিটি-তে নেশা দ্রব্যের প্রদর্শন নিয়ন্ত্রণ জরুরি: এনসিপিসিআর

আপডেট : ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: দেশে বাড়ছে তামাকজাতীয় নেশাদ্রব্য  ব্যবহারকারীর সংখ্যা। ছোটরাও কুসঙ্গে পড়ে এর শিকার হচ্ছে। এই প্রেক্ষিতে তাদেরকে এ থেকে দূরে রাখতে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস ‘নেশামুক্ত অমৃতকাল’ অভিযানের সূচনা করেছে। গত ৩১ মে ছিল বিশ্ব তামাক বর্জন দিবস। তার পরেই শিশুদের অধিকার রক্ষা সম্পর্কিত জাতীয় কমিশন এনসিপিসিআর-এর উদ্যোগে এই অভিযান শুরু হল।

এর লক্ষ্য নেশামুক্ত সুস্থ ভারত গড়ে তোলা। এনসিপিসিআর ওটিটি প্ল্যাটফর্মে তামাকের ব্যবহার প্রদর্শনের বিষয়টি নিয়ন্ত্রণের জন্য সরকারি পদক্ষেপের বিশেষ প্রশংসা করেছে। তামাকজাত পদার্থ ও ড্রাগের নেশা নিয়ে বলা হয়, দেশের ছেলে-মেয়েদের মধ্যে তামাক ব্যবহারের প্রবণতার পিছনে বিনোদন জগতের যে এক বিশেষ ভূমিকা রয়েছে তা কোনওভাবেই অস্বীকার করা যায় না।

এই কারণে ওটিটি মঞ্চে এই ধরনের নেশা দ্রব্যের প্রদর্শন নিয়ন্ত্রণ করা একান্ত জরুরি। তামাকসহ বিভিন্ন নেশাদ্রব্য নিয়ন্ত্রণে প্রচলিত আইনটির মধ্যে যে ফাঁক-ফোকর রয়েছে তা দূর করাই শুধুমাত্র জরুরি নয়, একইসঙ্গে প্রয়োজন ভালো অভ্যাস গড়ে তোলার উপর সার্বিকভাবে জোর দেওয়া।