১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ন্যাশনাল হেরাল্ড মামলা: রায় স্থগিত রাখল আদালত
ইমামা খাতুন
- আপডেট : ১৪ জুলাই ২০২৫, সোমবার
- / 81
পুবের কলম,ওয়েবডেস্ক: সোমবার দিল্লির একটি আদালত ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি কর্তৃক দাখিল করা চার্জশিট গ্রহণের বিষয়ে রায় সংরক্ষিত রেখেছে।
চার্জশিটে কারা কারা অভিযুক্ত, তা নিয়ে এখনো আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এ দিন শুনানি শেষে বিচারক জানান, তিনি বিষয়টি বিবেচনা করে পরে রায় দেবেন।
ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর নাম উঠে এসেছে আগেও। অভিযোগ, তারা Young Indian Pvt Ltd-র মাধ্যমে AJL (Associated Journals Ltd) নামে সংস্থার শেয়ার নিজেরা দখল করে কোটি কোটি টাকার সম্পত্তির মালিকানা নিয়েছেন।
কিন্তু ইডির চার্জশিটের ভিত্তিতে মামলাটির ভবিষ্যৎ গতি কোন দিকে যায়, এখন তার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।





























