০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ন্যাটো: সুখী হয়েও ‘সুখে নেই’ ফিনল্যান্ড

ইমামা খাতুন
  • আপডেট : ১০ এপ্রিল ২০২৩, সোমবার
  • / 34

পুবের কলম,ওয়েবডেস্ক: এবছর সুখী হওয়ার তালিকায় শীর্ষে থাকে ফিনল্যাণ্ড। কিন্তু এবার তাদের মনে ঢুকেছে নিরাপত্তাহীনতা। রাশিয়া তাদের দেশে হামলা চালাতে পারে বলে মনে করেন ফিনল্যান্ডের বেশির ভাগ মানুষ। এই নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটে একটি বড় পদক্ষেপ নিয়েছে ফিনল্যান্ড। বছরখানেকের চেষ্টার পর তারা গত সপ্তাহে ন্যাটোর সদস্য হতে সক্ষম হয়েছে।

রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের সীমান্ত রয়েছে ১ হাজার ৩৪০ কিলোমিটার। এটিই ফিনল্যান্ডের মানুষের উদ্বেগের সবচেয়ে বড় কারণ। এর আগে, ১৯৩৯ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ড আক্রমণ করেছিল। সেই যুদ্ধ চলে প্রায় পাঁচ মাস। তখন ফিনল্যান্ডের বড় একটি অংশ দখল করে নিয়েছিল সোভিয়েত বাহিনী।

আগে রাশিয়া-ফিনল্যান্ডের সীমান্তে কাঠের বেড়া ছিল। তবে বর্তমানে ওই সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার উদ্যোগী হয় ফিনল্যান্ড। মার্চে ফিনল্যান্ড জানিয়েছে, তারা রাশিয়ার সীমান্তের ২০০ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। এই বেড়া ১০ ফুট উঁচু।

 রাজধানী হেলসিঙ্কিতে মাটির নিচে তলুকানো শহরদ বানানোর চিন্তাও করছে দেশটি। এই শহরে প্রায় ৯ লক্ষ  মানুষ কয়েক মাস বসবাস করতে পারবেন। দেশটির অন্যান্য জায়গাতেও এমন শহর বানানোর পরিকল্পনা রয়েছে। তাছাড়াও  ফিনল্যান্ডজুড়ে পাঁচ হাজার বোমা শেল্টার ও ৫০ হাজার বাংকার বানানো হয়েছে।

ফিনল্যান্ডের রুশ ভীতি প্রসঙ্গে ফিনিশ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনালের গবেষক চ্যার্লি স্যালোনিয়াস-পাসটারনাক বলেছেন, এটির একটি ঐতিহাসিক ধারণা আছে। সব সময় প্রস্তুত থাকা উচিত। কারণ, রাশিয়া যেকোনো সময় হামলা চালাতে পারে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ন্যাটো: সুখী হয়েও ‘সুখে নেই’ ফিনল্যান্ড

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক: এবছর সুখী হওয়ার তালিকায় শীর্ষে থাকে ফিনল্যাণ্ড। কিন্তু এবার তাদের মনে ঢুকেছে নিরাপত্তাহীনতা। রাশিয়া তাদের দেশে হামলা চালাতে পারে বলে মনে করেন ফিনল্যান্ডের বেশির ভাগ মানুষ। এই নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটে একটি বড় পদক্ষেপ নিয়েছে ফিনল্যান্ড। বছরখানেকের চেষ্টার পর তারা গত সপ্তাহে ন্যাটোর সদস্য হতে সক্ষম হয়েছে।

রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের সীমান্ত রয়েছে ১ হাজার ৩৪০ কিলোমিটার। এটিই ফিনল্যান্ডের মানুষের উদ্বেগের সবচেয়ে বড় কারণ। এর আগে, ১৯৩৯ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ড আক্রমণ করেছিল। সেই যুদ্ধ চলে প্রায় পাঁচ মাস। তখন ফিনল্যান্ডের বড় একটি অংশ দখল করে নিয়েছিল সোভিয়েত বাহিনী।

আগে রাশিয়া-ফিনল্যান্ডের সীমান্তে কাঠের বেড়া ছিল। তবে বর্তমানে ওই সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার উদ্যোগী হয় ফিনল্যান্ড। মার্চে ফিনল্যান্ড জানিয়েছে, তারা রাশিয়ার সীমান্তের ২০০ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। এই বেড়া ১০ ফুট উঁচু।

 রাজধানী হেলসিঙ্কিতে মাটির নিচে তলুকানো শহরদ বানানোর চিন্তাও করছে দেশটি। এই শহরে প্রায় ৯ লক্ষ  মানুষ কয়েক মাস বসবাস করতে পারবেন। দেশটির অন্যান্য জায়গাতেও এমন শহর বানানোর পরিকল্পনা রয়েছে। তাছাড়াও  ফিনল্যান্ডজুড়ে পাঁচ হাজার বোমা শেল্টার ও ৫০ হাজার বাংকার বানানো হয়েছে।

ফিনল্যান্ডের রুশ ভীতি প্রসঙ্গে ফিনিশ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনালের গবেষক চ্যার্লি স্যালোনিয়াস-পাসটারনাক বলেছেন, এটির একটি ঐতিহাসিক ধারণা আছে। সব সময় প্রস্তুত থাকা উচিত। কারণ, রাশিয়া যেকোনো সময় হামলা চালাতে পারে।