রাজস্থানের মন্দিরে হানা এনসিবি-র, বাজেয়াপ্ত ৫৮ কেজির বেশি আফিম

- আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার
- / 63
জয়পুর, ১৬ ফেব্রুয়ারি: রাজস্থানের এক মন্দির থেকে ৫৮ কেজির বেশি আফিম বাজেয়াপ্ত করল পুলিশ। শনিবার চিতোরগড়ের সানওয়ালিয়া শেঠ মন্দিরে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) আধিকারিকরা। সেখান থেকেই ৫৮ কেজির বেশি আফিম বাজেয়াপ্ত করে এনসিবি। এদিকে মন্দিরের মত পবিত্র ধর্মীয়স্থানে মাদকদ্রব্য উদ্ধার নিয়ে জনমানসে চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, রাজস্থানের মেওয়ার এবং মালওয়া অঞ্চলে ব্যাপক পরিমানে আফিম চাষ হয়ে থাকে। প্রচলিত প্রথা অনুযায়ী, সেখানকার কৃষকরা আরও ভালো ফলন ও চাষের আশায় মন্দিরে আফিম দান করে থাকে। এছাড়াও দেবতাকে খুশি করতে অর্থের পাশাপাশি আফিমও দান করেন ভক্তরা। অভিযোগ, কয়েক বছর আগে পর্যন্ত, মন্দিরের পুরোহিতরা ব্যক্তিগত কাজে মন্দিরে দানকৃত আফিম ব্যবহার করতেন। এমনকি বিশেষ কিছু ভক্তদের ‘প্রসাদ’ হিসাবে আফিম দেওয়া হত।
জানা গিয়েছে, আফিক সংরক্ষণের জন্য মন্দির কর্তৃপক্ষ একটি বেসমেন্টে তৈরি করেছিল। সেখানেই আফিক সংরক্ষণ করে রাখা হত। তদন্তকারীরা জানিয়েছে, এই অবৈধ মাদকদ্রব্য সংরক্ষণ নিয়ে একাধিক অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগ পাওয়ার পর তদন্ত নামে এনসিবি। শনিবার হানা দিয়ে মন্দিরের অন্দর থেকে ৫৮ কেজির বেশি আফিক বাজেয়াপ্ত করা হয়।
উল্লেখ্য, সানওয়ালিয়া শেঠ মন্দিরে প্রতি মাসে প্রচুর দান জমা পড়ে। শুধু ২০২৫ সালের জানুয়ারিতেই নগদ অর্থ, সোনা ও রুপো মিলিয়ে মোট ২২.৯২ কোটি টাকার সংগ্রহ করেছিল মন্দির কর্তৃপক্ষ।