NCRB Report: অপরাধে এক নম্বরে রাজস্থান

- আপডেট : ৪ অক্টোবর ২০২৫, শনিবার
- / 81
পুবের কলম ওয়েবডেস্ক : ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সাম্প্রতিকতম রিপোর্ট বলা হয়েছে, ২০২৩ সালে গড়ে প্রতি ১৭ মিনিট অন্তর একজন খুন হয়েছেন ভারতে। মহিলাদের উপর অপরাধে দেশের মধ্যে রাজস্থান এক নম্বরে। দেশের মধ্যে সবচেয়ে বেশি ধর্ষণ হয়েছে রাজস্থানে। রাজস্থানে এই ধরনের অপরাধ বেড়ে চলায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।
এদিকে যৌন অপরাধকে ছাপিয়ে যাচ্ছে সাইবার অপরাধ। দেশের মধ্যে নিরাপদ শহর হিসেবে কলকাতার নাম উঠে এসেছে। এই নিয়ে পরপর চারবার কলকাতা নিরাপদ শহরের তকমা পেল। কলকাতায় প্রতি লাখ লোক পিছু ৮৩.৯ টি উপলব্ধিযোগ্য অপরাধের ঘটনা ঘটেছে, যা সারা দেশের মধ্যে সবচেয়ে কম। সবচেয়ে বেশি অপরাধের ঘটনা ঘটেছে কোচি শহরে।তারপর স্থান দিল্লি, সুরাট এর। অন্যদিকে কলকাতার পরেই অপরাধের ঘটনা কম ঘটেছে হায়দরাবাদে। আবার অ্যাসিড নিক্ষেপ করে আক্রমণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্থান দেশের মধ্যে প্রথম স্থানে।
২০২৩ সালে সারা দেশে মোট ২০৭ টি অ্যাসিড নিক্ষেপ করে আক্রমণের ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই হয়েছে ৫৭ টি অ্যাসিড নিক্ষেপ করে আক্রমণের ঘটনা। অবশ্য এইসব তথ্য ২ বছর আগের। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে সারা দেশেই অ্যাসিড বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে অ্যাসিড আক্রমণের ঘটনা স্বাভাবিকভাবেই কমেছে সর্বত্র। রিপোর্টে দেখা যাচ্ছে, সারা দেশেই শিশুদের উপর নির্যাতন ৯.২ শতাংশ বেড়েছে।
২০২৩ সালে শিশুদের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে ১ লক্ষ ৭৭ হাজার ৩৩৫ টি। ওই বছর শিশু অপহরণ এর ঘটনা ঘটেছে ৭৯ হাজার ৮৮৪ টি। পসকোয় অভিযুক্ত করা হয়েছে ৬৭ হাজার ৬৯৪ জনকে। শিশু নির্যাতনে দেশের মধ্যে একনম্বরে মধ্যপ্রদেশ। তারপর মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ। শিশু বালিকার প্রতি নির্যাতনের ৪০ হাজার ৪৩৪ টি ঘটনার মধ্যে ৩৯০৭৬ টি ক্ষেত্রে অপরাধী নির্যাতিতার পরিচিত। ৩২২৪ ক্ষেত্রে অপরাধী পরিবারেরই কেউ। ১৫১৪৬ টি ক্ষেত্রে অপরাধী পরিবারের বন্ধুবান্ধব। ১৪৬৩৭ টি ক্ষেত্রে যে বালিকাকে নির্যাতন করে অপরাধী, তার সঙ্গেই তার বিয়ে দেওয়া হয়েছে। এনসিআরবি রিপোর্টের সবচেয়ে বড় সমস্যা হল, দু বছর বাদে রিপোর্ট পেশ করা হয়। তখন হয়তো কোনও রাজ্যে সরকার বদল হয়েছে। সাম্প্রতিক রিপোর্ট দিলে যতটা গুরুত্ব পেত তা পায় না দু বছরের পুরনো রিপোর্ট।