১৫ জুন এক শিফটেই নিট-পিজি পরীক্ষা, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

- আপডেট : ৩০ মে ২০২৫, শুক্রবার
- / 151
পুবের কলম ওয়েবডেস্ক: স্নাতকোত্তর স্তরের মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা (নিট) নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এক শিফটেই হবে মেডিক্যালের স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা পরীক্ষা। আগামী ১৫ জুন দুই শিফটে ডাক্তারির স্নাতকোত্তর স্তরের পরীক্ষা নিট-পিজি হওয়ার কথা ছিল। দুই শিফটে পরীক্ষা নেওয়ার বিরোধিতা করেছিলেন জুনিয়র চিকিৎসকদের একাংশ।
এরপর জল গড়ায় শীর্ষ আদালত পর্যন্ত। শুক্রবার শীর্ষ আদালত একটি শিফটে পরীক্ষার জন্য দিয়েছে ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন (এনবিই)-কে নির্দেশ দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ দু’টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হলে “স্বেচ্ছাচারিতা তৈরি হয়।”
বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বাধীন বেঞ্চ এক শিফটে নিট-পিজি ২০২৫ পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করার এবং সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে নিরাপদ কেন্দ্রগুলি চিহ্নিত করার নির্দেশ দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, দু’টি শিফটের প্রশ্নপ্রত্র কখনও একই রকম কঠিন বা সহজ হতে পারে না।
আদালত আরও জানায়, দেশ যে ভাবে প্রযুক্তিগত ভাবে উন্নত, তাতে গোটা দেশে একটি শিফটে পরীক্ষা নেওয়ার জন্য পর্যাপ্ত সেন্টার পাচ্ছে না আয়োজক সংস্থা, এই যুক্তি মানতে রাজি নয় আদালত। এ দিন আদালত জানায়, একটি শিফটেই পরীক্ষা নিতে হবে। বাড়াতে হবে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। যদি প্রয়োজন হয় আদালতের অনুমতি নিয়ে পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া যেতে পারে।
বিবাদীদের আইনজীবী দু’টি কারণে এক শিফটে নিট-পিজি পরীক্ষা নেওয়ার বিরোধিতা করেন। তাঁর মতে পরীক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি এবং পরীক্ষার্থীদের পক্ষে এক শিফটে পরীক্ষা পরিচালনার জন্য নিরাপদ কেন্দ্র খুঁজে পাওয়া কঠিন। দ্বিতীয় কারণ, পরীক্ষা এক শিফট হলে অসাধু ব্যক্তিরা জড়িত হতে পারে এবং অনিয়ম হতে পারে।
নিট পরীক্ষার্থীদের দাবি ছিল, গত বছরের দ্বিতীয় শিফটে প্রশ্নপত্র অস্বাভাবিক কঠিন হয়েছিল। দুই শিফটে প্রশ্নপত্রের মান কখনও এক হতে পারে না বলে দাবি চিকিৎসকদের। তাঁদের আইনজীবী বলেন, যে এই পরীক্ষাগুলি অনলাইনে অনুষ্ঠিত হয় এবং প্রয়োজনীয় পরিকাঠামোর জন্য সীমিত নিরাপদ কেন্দ্র রয়েছে।
একজন বিবাদীর পক্ষে উপস্থিত আইনজীবী বলেন, সর্বোচ্চ আদালত কর্তৃক নির্ধারিত সময়সূচী বিঘ্নিত হবে। ১৫ দিনের মধ্যে এক শিফটে পরীক্ষা নেওয়া কঠিন হবে। তখন বেঞ্চ জানায়, “এই ধরণের হুমকি দেবেন না যে পুরো বছর চলে যাবে এবং পরীক্ষা হয়েই যাবে।” একটি শিফটে পরীক্ষা নেওয়ার জন্য ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জুনিয়র ডক্টর্স নেটওয়ার্কের তরফে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকেও একটি চিঠি দেওয়া হয়েছিল। এবার এই নিয়ে বড় নির্দেশ দিল আদালত।