হুমকি ও প্রাণনাশের ভয় দেখিয়ে প্রতিবেশি এক গৃহবধূকে ধর্ষণ

- আপডেট : ১৮ অগাস্ট ২০২৫, সোমবার
- / 6
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : দিনের পর দিন হুমকি ও প্রাণনাশের ভয় দেখিয়ে প্রতিবেশী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ কুলতলিতে। রাজ্যের প্রতিটা প্রান্তে ধর্ষণের ঘটনা অব্যাহত। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বারুইপুর মহকুমার কুলতলি ব্লকে এক গৃহবধূকে প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে।
কুলতলি থানা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। দিনের পর দিন হুমকি ও প্রাণনাশের ভয় দেখিয়ে এক প্রতিবেশী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম আনোয়ার হোসেন সরদার। নির্যাতিতাকে ব্ল্যাকমেলও করা হতো বলে জানা গিয়েছে।
রবিবার রাতে নির্যাতিতা কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আর তার অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্ত যুবক বর্তমানে পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা গৃহবধূর শারীরিক পরীক্ষা করা হবে। একই সঙ্গে আদালতে তার গোপন জবানবন্দি রেকর্ড করার আবেদন জানানো হবে। তবে এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।