জ্বালানির খরচ কমাতে দু’দিনের সরকারি ছুটি ঘোষণার পথে নেপাল

- আপডেট : ১৮ এপ্রিল ২০২২, সোমবার
- / 6
পুবের কলম, ওয়েবডেস্ক: জ্বালানির খরচ কমাতে দু’দিনের সরকারি ছুটির পরিকল্পনা নিয়েছে নেপাল সরকার। বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলা করার জন্য নেপাল সরকার বিদেশে বসবাসরত রাজ্যবাসীকে দেশের ব্যাংকগুলিতে ডলার অ্যাকাউন্ট খুলতে এবং বিনিয়োগ করার আহ্বান জানিয়েছে। সংকট পরিস্থিতিতে জ্বালানির খরচ কমাতে দেশের সরকার চলতি মাসে সরকারি খাতের অফিসগুলিতে দুদিনের ছুটি ঘোষণা করার কথা ভাবনা চিন্তা করছে। বর্তমানে দেশটি বৈদেশিক মুদ্রার সংকট এবং পেট্রোলিয়াম পণ্যের আকাশছোঁয়া দাম বৃদ্ধির সঙ্গে লড়াই করছে।
ইতিমধ্যেই কেন্দ্রীয় ব্যাংক অফ নেপাল এবং নেপাল অয়েল কর্পোরেশন সরকারকে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করার পরামর্শ দিয়েছে বলে মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে। উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অব্যাহত। প্রায় ৫৩ দিনে পড়ল এই যুদ্ধ। আজও নতুন করে ক্ষেপনাস্ত্র হামলা হয়েছে। এই যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বের বাজারে। রাশিয়ান তেলের নিষেধাজ্ঞার অধীনে থাকায় বৈশ্বিক তেলের দাম বেড়েছে। অন্যান্য প্রধান তেল উৎপাদনকারী দেশ ইরান ও ভেনিজুয়েলাও পেট্রোলিয়াম বিক্রিতে নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছে। এদিকে কোভিডের কারণে পর্যটনেও মুখ থুবড়ে পড়েছে নেপাল। আন্তর্জাতিক ভ্রমণ স্থগিত রাখায় বৈদেশিক বাজারে টান পড়েছে নেপালে।
অন্যদিকে সরকারের পরামর্শে নেপাল অয়েল কর্পোরেশন ভর্তুকিতে তেল বিক্রি করছে। এর ফলে তাদের ব্যাপক ক্ষতি হচ্ছে। বিশ্ব বাজারে যা তেলের দাম তার থেকে অনেক কম দামে তেল বিক্রি করছে এই সংশ্লিষ্ট সংস্থা। সরকারের মুখপাত্র জ্ঞানেন্দ্র বাহাদুর কারকি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সরকার এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি।নেপাল এই অবস্থা সামলাতে দামি গাড়ি, সোনা, ও অন্যান্য বিলাসবহুল আমদানিতে কঠোর নীতি নিয়েছে। কারকি বলেন, সরকার আমদানিকৃত যানবাহন এবং এই জাতীয় অন্যান্য পণ্যের উপর শুল্ক কমাতে পারে কিনা তাও খতিয়ে দেখছে।