২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কখনও দল থেকে বাদ পড়ার ভয় পাইনি: রাহুল

ইমামা খাতুন
  • আপডেট : ৩ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 178

পুবের কলম ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপের প্রথম তিনটি ম্যাচে ব্যর্থ হওয়ার পরে অবশেষে রান পেলেন ভারতীয় দলের ওপেনার কে এল রাহুল। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরানের ইনিংস খেলেন তিনি।

রাহুলের ৩২ বলে ৫০ রানের মধ্যে ছিল তিনটি চার ও চারটি ছয়। ইতিমধ্যেই প্রথম দলে রাহুলের জায়গা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। মঙ্গলবার দলের কোচ রাহুল দ্রাবিড় অবশ্য স্পষ্ট জানিয়ে দেন, রাহুলকে বাদ দেওয়া কোনও চিন্তাভাবনা নেই।

আরও পড়ুন: বিহারে ফের জঙ্গল-রাজ ফেরানোর চেষ্টা হচ্ছে, ভোট প্রচারে এসে রাহুল-তেজস্বীদের আক্রমণ মোদির

কোচ তথা টিম ম্যানেজমেন্টের ভরসার দাম দিয়েছেন তিনি। শাকিবদের বিরুদ্ধে অর্ধশতরান করার পরে রাহুল জানালেন, কখনোও দল থেকে বাদ পড়ার ভয় পাননি। প্রসঙ্গত, বুধবার অ্যাডিলেডে ভারত ৫ রানে হারিয়েছে বাংলাদেশকে।

আরও পড়ুন: ‘রাহুলও সংবিধান রক্ষার জন্য লড়ছেন’ — নোবেলজয়ী মাচাদোর সঙ্গে তুলনা টেনে বার্তা কংগ্রেসের

 

আরও পড়ুন: Nirav Modi-Vijay Mallya Extradition: ভারতের জেল নরক সমতুল্য: বিজয় মাল্য, নীরব মোদি

নিজেকে ছন্দে ফিরে পেয়ে রাহুল বলেন, ‘সবকিছু ঠিকঠাক করেও রান আসছিল না আমার ব্যাট থেকে। যতক্ষণ ক্রিজে থাকতাম, বলকে সঠিকভাবে মোকাবিলা করতাম। তাই দল থেকে বাদ পড়ার ভয় পাইনি। নিজের ওপর আমার ভরসা রয়েছে।’ বিশ্বকাপের প্রথম তিনটি ম্যাচে রান না পেলেও তার ঠিক আগেই কিন্তু ভালো ফর্মে ছিলেন রাহুল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও রান পেয়েছেন। এই প্রসঙ্গে ভারতীয় দলের এই ওপেনার বলছেন, ‘ঘরের মাঠে রান করেই বিশ্বকাপে খেলতে এসেছিলাম। কিন্তু এখানে প্রথম তিনটি ম্যাচেই ব্যর্থ হই। ক্রিকেটে অবশ্য এমনটা হতেই পারে। খেলার সময় আমি বাইরের কোনও কিছু নিয়ে ভাবি না। তাই সবসময়ই ম্যাচেই মনোনিবেশ করেছি।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কখনও দল থেকে বাদ পড়ার ভয় পাইনি: রাহুল

আপডেট : ৩ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপের প্রথম তিনটি ম্যাচে ব্যর্থ হওয়ার পরে অবশেষে রান পেলেন ভারতীয় দলের ওপেনার কে এল রাহুল। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরানের ইনিংস খেলেন তিনি।

রাহুলের ৩২ বলে ৫০ রানের মধ্যে ছিল তিনটি চার ও চারটি ছয়। ইতিমধ্যেই প্রথম দলে রাহুলের জায়গা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। মঙ্গলবার দলের কোচ রাহুল দ্রাবিড় অবশ্য স্পষ্ট জানিয়ে দেন, রাহুলকে বাদ দেওয়া কোনও চিন্তাভাবনা নেই।

আরও পড়ুন: বিহারে ফের জঙ্গল-রাজ ফেরানোর চেষ্টা হচ্ছে, ভোট প্রচারে এসে রাহুল-তেজস্বীদের আক্রমণ মোদির

কোচ তথা টিম ম্যানেজমেন্টের ভরসার দাম দিয়েছেন তিনি। শাকিবদের বিরুদ্ধে অর্ধশতরান করার পরে রাহুল জানালেন, কখনোও দল থেকে বাদ পড়ার ভয় পাননি। প্রসঙ্গত, বুধবার অ্যাডিলেডে ভারত ৫ রানে হারিয়েছে বাংলাদেশকে।

আরও পড়ুন: ‘রাহুলও সংবিধান রক্ষার জন্য লড়ছেন’ — নোবেলজয়ী মাচাদোর সঙ্গে তুলনা টেনে বার্তা কংগ্রেসের

 

আরও পড়ুন: Nirav Modi-Vijay Mallya Extradition: ভারতের জেল নরক সমতুল্য: বিজয় মাল্য, নীরব মোদি

নিজেকে ছন্দে ফিরে পেয়ে রাহুল বলেন, ‘সবকিছু ঠিকঠাক করেও রান আসছিল না আমার ব্যাট থেকে। যতক্ষণ ক্রিজে থাকতাম, বলকে সঠিকভাবে মোকাবিলা করতাম। তাই দল থেকে বাদ পড়ার ভয় পাইনি। নিজের ওপর আমার ভরসা রয়েছে।’ বিশ্বকাপের প্রথম তিনটি ম্যাচে রান না পেলেও তার ঠিক আগেই কিন্তু ভালো ফর্মে ছিলেন রাহুল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও রান পেয়েছেন। এই প্রসঙ্গে ভারতীয় দলের এই ওপেনার বলছেন, ‘ঘরের মাঠে রান করেই বিশ্বকাপে খেলতে এসেছিলাম। কিন্তু এখানে প্রথম তিনটি ম্যাচেই ব্যর্থ হই। ক্রিকেটে অবশ্য এমনটা হতেই পারে। খেলার সময় আমি বাইরের কোনও কিছু নিয়ে ভাবি না। তাই সবসময়ই ম্যাচেই মনোনিবেশ করেছি।