ফের করোনা ভ্রুকুটি, হংকং ও সিঙ্গাপুরে বাড়ছে আক্রান্তের সংখ্যা
- আপডেট : ১৬ মে ২০২৫, শুক্রবার
- / 131
পুবের কলম, ওয়েব ডেস্কঃ করোনাকাল কেটে গেলেও করোনা ঘুরেফিরে আসছে বারবার। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, গত কয়েকমাসে এশিয়ার দুই বৃহত্তম শহর হংকং এবং সিঙ্গাপুরে তরতরিয়ে বেড়েছে করোনা সংক্রমণের সংখ্যা।
সূত্রের খবর, হংকং এবং সিঙ্গাপুরের স্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্ক করে ইতিমধ্যে সংক্রমণের হার দেখে সতর্ক করেছে। সাম্প্রতিক সময়ে হংকংয়ে করোনা পরীক্ষার হারও সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ চলতি বছরের মধ্যে। তথ্য, চলতি বছরের মধ্যে মে-র শুরুতেই আক্রান্তের হার বেশি সেখানে প্রথম সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা ৩১। তারমধ্যে মৃত্যুর ঘটনাও ঘটেছে।
করোনা সতর্কতা জারি হয়েছে সিঙ্গাপুরেও, সূত্রের খবর তেমনটাই। মে মাসের প্রথম সপ্তাহেই, তার আগের সপ্তাহের তুলনায় সেখানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৮ শতাংশ। দৈনিক হাসপাতালে ভর্তিও বেড়েছে ব্যাপক হারে।
সূত্রের খবর, করোনার যে ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন সেখানকার মানুষজন। তবে এই ভ্যারিয়েন্ট অতিমারী কালের চেয়ে বেশি ক্ষতিকারক বা ভয়াবহ, এই ধরনের কোনও তথ্য পাওয়া যায়নি এখনও। ওয়াকিবহাল মহলের মতে, জনগণের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়ার কারণেই বাড়ছে সংক্রমণের পরিমাণ।
হংকংয়ের গায়ক ইসন চ্যানও কোভিডে আক্রান্ত হয়েছিলেন এবং এই সপ্তাহের শেষের দিকে তাইওয়ানের কাওশিউংয়ে তার কনসার্ট বাতিল করতে হয়েছিল। স্থানীয় সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানানো হয়েছে সেই তথ্য।