আরবে ভারতীয় কর্মীদের জন্য নতুন ইন্স্যুরেন্স প্রকল্প, ১ এপ্রিল থেকে চালু নতুন প্রকল্প
- আপডেট : ২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
- / 225
পুবের কলম, ওয়েবডেস্ক: সংযুক্ত আরব আমির শাহিতে নতুন ইন্স্যুরেন্স প্রকল্প চালু। ভারতীয় কর্মী এবং তাঁদের পরিবারকে আর্থিক সুরক্ষা দেবে এই নতুন প্রকল্প। নতুন আর্থিক বছর অর্থাৎ ১ এপ্রিল থেকে কার্যকর হবে এই প্রকল্পটি। ২০২৪-এর মার্চ মাস নাগাদ দুবাইর ভারতীয় কনস্যুলেট জেনারেল এটি চালু করেছিল। দুবাই ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং নেক্সাস ইন্স্যুরেন্সর সহযোগিতায় প্রকল্পটিকে আরও উন্নত করার কথা ভাবা হচ্ছে।
আরও পড়ুন: কেন্দ্রীয় বাজেটে অন্তঃসত্ত্বা মহিলাদের জন্যে বরাদ্দ নামমাত্র, সরব সোনিয়া
সংযুক্ত আরব আমি রশাহির বৃহত্তম ভারতীয় গোষ্ঠী প্রায় ৪০ লক্ষ ভারতীয় কর্মীদের জীবন বিমা এবং প্রতিবন্ধী কভারেজ দেবে। প্রাকৃতিক বা দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্য প্রায় ৮ লক্ষ ১৬ হাজার ক্ষতিপূরণ দেওয়া হবে। যার বার্ষিক প্রিমিয়াম দিতে হবে মা্ত্র ৭৪৬ টাকা। ১৮ থেকে ৬৯ বছর বয়সী কর্মীদের জন্য যা প্রযোজ্য। মৃতদেহ প্রত্যাবর্তনের জন্য দেওয়া হবে ২ লক্ষ ৮০ হাজার টাকা। দুবাইর ভারতীয় কনস্যুলেট জেনারেলের দুবাই এবং আরব আমির শাহিতে বসবাসকারী ভারতীয় শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করতে এই উদ্যোগ নিয়েছে। শ্রমিকদের মৃত্যুর পর তাঁদের পরিবার যাতে অযথা আর্থিক সংকটে না পড়ে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে বলে খবর।
































