০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সংক্রমণ বৃদ্ধি পাওয়ায়, মার্কিন মুলুকে ফের জারি হল নয়া মাক্স বিধি

সুস্মিতা
  • আপডেট : ৩০ জুলাই ২০২১, শুক্রবার
  • / 21

পুবের কলম ওয়েবডেস্কঃ সারা বিশ্বকে সম্মুখীন হতে হয়েছে চলতে থাকা এই করোনা ভাইরাসের।তবে কোথাও কোথাও সংক্রমণ কমতে দেখা গেছে তো কোথাও সংক্রমণ বাড়তে দেখা গেছে। তবে কিছু সময় আগেই করোনা গ্রাফ কিছুটা হলেও নিন্মমুখী হতে দেখা গিয়েছিল। সেই ছবি দেখা গিয়েছিল আমেরিকাতেও।কিন্তু গত কয়েক দিন ধরেই ফের সংক্রমণ বাড়তে থাকায় আবারও নতুন মাস্কবিধি জারি করল জো বাইডেনের প্রশাসন।
টিকাকরণের দিক আমেরিকা মে মাসের মাঝামাঝি সময় এগিয়ে থাকায় মাস্কবিধি শিথিল করেছিল। তখন করোনার আলফা স্ট্রেনেই অধিকাংশ সংক্রমণ ঘটছিল। কিন্তু পরবর্তী সময়ে নতুন ডেল্টা স্ট্রেন আগেরগুলির তুলনায় অনেক বেশি শক্তিশালী হওয়ার ফলে তার সঙ্গে পাল্লা দিতে লড়াইয়ের কৌশল ফের বদলে ফেলছেন বিশেষজ্ঞেরা। সেন্টার ফর ডিজিজ় কন্ট্রোল (সিডিসি) তাদের নয়া নির্দেশিকায় জানিয়েছে, এ বার থেকে বদ্ধ স্থানে সম্পূর্ণ টিকাপ্রাপ্তদেরও মাস্ক পরতে হবে। পাশাপাশি স্কুল, কলেজেও প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে। আমেরিকার করোনা বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচি বলেছেন, ‘‘করোনাভাইরাস চরিত্র বদল করছে। যন্ত্রণাদায়ক হলেও এটাই সত্যি। মানুষকে তা বুঝতে হবে। টিকাপ্রাপ্তদের নিরাপত্তা নিশ্চিত করতেই মাস্কবিধি বদলানো হয়েছে।’’ মাস্কবিধি বদলানোয় ঘাবড়াবার কিছু নেই। তিনি বলছেন, করোনায় বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা পিছু হটছে এমন মনে করার কোনও কারণ নেই।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সংক্রমণ বৃদ্ধি পাওয়ায়, মার্কিন মুলুকে ফের জারি হল নয়া মাক্স বিধি

আপডেট : ৩০ জুলাই ২০২১, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ সারা বিশ্বকে সম্মুখীন হতে হয়েছে চলতে থাকা এই করোনা ভাইরাসের।তবে কোথাও কোথাও সংক্রমণ কমতে দেখা গেছে তো কোথাও সংক্রমণ বাড়তে দেখা গেছে। তবে কিছু সময় আগেই করোনা গ্রাফ কিছুটা হলেও নিন্মমুখী হতে দেখা গিয়েছিল। সেই ছবি দেখা গিয়েছিল আমেরিকাতেও।কিন্তু গত কয়েক দিন ধরেই ফের সংক্রমণ বাড়তে থাকায় আবারও নতুন মাস্কবিধি জারি করল জো বাইডেনের প্রশাসন।
টিকাকরণের দিক আমেরিকা মে মাসের মাঝামাঝি সময় এগিয়ে থাকায় মাস্কবিধি শিথিল করেছিল। তখন করোনার আলফা স্ট্রেনেই অধিকাংশ সংক্রমণ ঘটছিল। কিন্তু পরবর্তী সময়ে নতুন ডেল্টা স্ট্রেন আগেরগুলির তুলনায় অনেক বেশি শক্তিশালী হওয়ার ফলে তার সঙ্গে পাল্লা দিতে লড়াইয়ের কৌশল ফের বদলে ফেলছেন বিশেষজ্ঞেরা। সেন্টার ফর ডিজিজ় কন্ট্রোল (সিডিসি) তাদের নয়া নির্দেশিকায় জানিয়েছে, এ বার থেকে বদ্ধ স্থানে সম্পূর্ণ টিকাপ্রাপ্তদেরও মাস্ক পরতে হবে। পাশাপাশি স্কুল, কলেজেও প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে। আমেরিকার করোনা বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচি বলেছেন, ‘‘করোনাভাইরাস চরিত্র বদল করছে। যন্ত্রণাদায়ক হলেও এটাই সত্যি। মানুষকে তা বুঝতে হবে। টিকাপ্রাপ্তদের নিরাপত্তা নিশ্চিত করতেই মাস্কবিধি বদলানো হয়েছে।’’ মাস্কবিধি বদলানোয় ঘাবড়াবার কিছু নেই। তিনি বলছেন, করোনায় বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা পিছু হটছে এমন মনে করার কোনও কারণ নেই।