১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মে মাস থেকে শুরু হবে অযোধ্যায় মসজিদ নির্মাণের কাজ

সামিমা এহসানা
  • আপডেট : ২২ জানুয়ারী ২০২৪, সোমবার
  • / 12

পুবের কলম ওয়েব ডেস্ক: খুব শীঘ্রই অযোধ্যার মসজিদ নির্মাণের কাজ শুরু হবে। রমযান মাস শেষ হওয়ার পর মসজিদ তৈরির কাজ শুরু হবে। সময় লাগবে ৩ থেকে ৪ বছর। এমনটাই জানিয়েছেন, ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ) এর প্রধান হাজি আরফাত শেখ। অযোধ্যার নতুন মসজিদ নির্মাণের কাজ হবে আইআইসিএফ এর তত্বাবধানে।

১৯৯২ সালে নির্মমভাবে অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে দেয় কট্টর হিন্দুত্ববাদীরা। এই ঘটনার জেরে গোটা দেশে অন্তত ২ হাজার মানুষের মৃত্যু হয়। আর তাদের বেশিরভাগই ছিল মুসলিম। ২০১৯ সালে সুপ্রিম কোর্ট মেনে নেয় মসজিদ ভাঙার অপরাধ ঘৃণ্য ও অন্যায়। তবুও সেই ভাঙা মসজিদের জাযগা রাম মন্দির নির্মাণের জন্য তুলে দেওয়া হয় হিন্দুপক্ষের হাতে। শান্তনা পুরস্কার হিসেবে মুসলিম পক্ষরা পায় ওই মসজিদ থেকে বহু দূরে একটি জমি। সেখানেই নতুন মসজিদ নির্মাণ করা হবে। আর হবে একটি হাসপাতাল।

সুপ্রিম কোর্টের রায দায়ের পর তড়িঘড়ি মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে যায়। সোমবার উদ্বোধনও হয় মন্দিরের। কারণ তহবিলে কয়েক কোটি টাকা জমা হয়। অন্তত ১ হাজার ৪৯৬ কোটি টাকা খরচ করে মন্দির নির্মাণ হয়। কিন্তু মসজিদের জন্যে তহবিল সংগ্রহের কাজ এখনও শুরু হয়নি।

আইআইসিএফ এর প্রেসিডেন্ট জুফার আহমদ ফারুকি বলেন, আমরা এখনও তলবিল সংগ্রহের কাজ শুরু করিনি।

তবে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে অর্থ সংগ্রহ করা হবে বলে জানানো হয়েছে। সংস্থার সেক্রেটারি আথহর হুসেইন জানান, মসজিদ নির্মাণের কাজে দেরি হচ্ছে, কারণ মিনার সহ অন্যান্য বিষয়ে ইতিহ্যের ছোঁয়া রাখার চেষ্টা করা হচ্ছে। সেই জন্যে নতুন করে নকশা আঁকা হচ্ছে।

অগে বাবরি মসজিদ নাম থাকলেও নতুন যে মসজিদ নির্মাণ হবে, তার নাম রাখা হবে, রসুল সা. এর নামে। নতুন মসজিদের নাম হবে, ‘মসজিদ মুহাম্মদ বিন আবদুল্লাহ’।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মে মাস থেকে শুরু হবে অযোধ্যায় মসজিদ নির্মাণের কাজ

আপডেট : ২২ জানুয়ারী ২০২৪, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক: খুব শীঘ্রই অযোধ্যার মসজিদ নির্মাণের কাজ শুরু হবে। রমযান মাস শেষ হওয়ার পর মসজিদ তৈরির কাজ শুরু হবে। সময় লাগবে ৩ থেকে ৪ বছর। এমনটাই জানিয়েছেন, ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ) এর প্রধান হাজি আরফাত শেখ। অযোধ্যার নতুন মসজিদ নির্মাণের কাজ হবে আইআইসিএফ এর তত্বাবধানে।

১৯৯২ সালে নির্মমভাবে অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে দেয় কট্টর হিন্দুত্ববাদীরা। এই ঘটনার জেরে গোটা দেশে অন্তত ২ হাজার মানুষের মৃত্যু হয়। আর তাদের বেশিরভাগই ছিল মুসলিম। ২০১৯ সালে সুপ্রিম কোর্ট মেনে নেয় মসজিদ ভাঙার অপরাধ ঘৃণ্য ও অন্যায়। তবুও সেই ভাঙা মসজিদের জাযগা রাম মন্দির নির্মাণের জন্য তুলে দেওয়া হয় হিন্দুপক্ষের হাতে। শান্তনা পুরস্কার হিসেবে মুসলিম পক্ষরা পায় ওই মসজিদ থেকে বহু দূরে একটি জমি। সেখানেই নতুন মসজিদ নির্মাণ করা হবে। আর হবে একটি হাসপাতাল।

সুপ্রিম কোর্টের রায দায়ের পর তড়িঘড়ি মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে যায়। সোমবার উদ্বোধনও হয় মন্দিরের। কারণ তহবিলে কয়েক কোটি টাকা জমা হয়। অন্তত ১ হাজার ৪৯৬ কোটি টাকা খরচ করে মন্দির নির্মাণ হয়। কিন্তু মসজিদের জন্যে তহবিল সংগ্রহের কাজ এখনও শুরু হয়নি।

আইআইসিএফ এর প্রেসিডেন্ট জুফার আহমদ ফারুকি বলেন, আমরা এখনও তলবিল সংগ্রহের কাজ শুরু করিনি।

তবে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে অর্থ সংগ্রহ করা হবে বলে জানানো হয়েছে। সংস্থার সেক্রেটারি আথহর হুসেইন জানান, মসজিদ নির্মাণের কাজে দেরি হচ্ছে, কারণ মিনার সহ অন্যান্য বিষয়ে ইতিহ্যের ছোঁয়া রাখার চেষ্টা করা হচ্ছে। সেই জন্যে নতুন করে নকশা আঁকা হচ্ছে।

অগে বাবরি মসজিদ নাম থাকলেও নতুন যে মসজিদ নির্মাণ হবে, তার নাম রাখা হবে, রসুল সা. এর নামে। নতুন মসজিদের নাম হবে, ‘মসজিদ মুহাম্মদ বিন আবদুল্লাহ’।