০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সৌরজগতে নতুন বামন গ্রহ 

চামেলি দাস
  • আপডেট : ৩ জুন ২০২৫, মঙ্গলবার
  • / 171

পুবের কলম ওয়েবডেস্ক: জ্যোতির্বিজ্ঞানীদের বহুদিনের গবেষণায় সৌরজগতের এক রহস্যময় নতুন সম্ভাব্য গ্রহের সন্ধান মিলেছে। সৌরজগতের একেবারে প্রান্তে, অন্ধকার ও হিমশীতল অঞ্চলে প্রায় ৭০০ কিলোমিটার প্রশস্ত একটি বস্তু শনাক্ত করা হয়েছে, যেটিকে একটি বামন গ্রহ হিসেবে ধরা হচ্ছে।

বামন গ্রহ বলতে বোঝায় এমন মহাজাগতিক বস্তু, যেগুলোর কিছু বৈশিষ্ট্য প্রধান গ্রহের মতো হলেও, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের নির্ধারিত সমস্ত মানদণ্ড পূরণ না করায় এগুলোকে পূর্ণাঙ্গ গ্রহ বলা যায় না। ২০০৬ সালে এই সংস্থাই প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দিয়ে ‘বামন গ্রহ’ হিসেবে নতুন বিভাগ চালু করেছিল। কারণ, আকারে প্লুটো পৃথিবীর উপগ্রহ চাঁদের চেয়েও ছোট, অথচ তার নিজস্ব উপগ্রহ রয়েছে যা তার অর্ধেক মাপের। যেখানে অন্যান্য গ্রহের উপগ্রহেরা তাদের ব্যাসের অনেক কম আকারের হয়।

আরও পড়ুন: মহাকাশে কাঠের তৈরি স্যাটেলাইট!

এবার ২০১৭ সালে ‘ওএফ ২০১’ নামে চিহ্নিত ওই নতুন বস্তুটি নেপচুনের চেয়েও বহু দূরে অবস্থান করছে এবং সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় প্রায় ২৫,০০০ বছর; যেখানে পৃথিবী নেয় মাত্র ৩৬৫ দিন।

আরও পড়ুন: আর দেখা যাবে না শনির বলয়!

এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন নিউ জার্সির প্রিন্সটনের ইন্সটিটিউট ফর অ্যাডভান্সড স্টাডির জ্যোতির্পদার্থবিজ্ঞানী সিহাও চেং। তাঁর মতে, এই বস্তুটির আকৃতি এবং অস্বাভাবিক কক্ষপথ একে একটি গুরুত্বপূর্ণ বামন গ্রহে পরিণত করতে পারে।

আরও পড়ুন: পৃথিবী ছাড়িয়ে মহাকাশে কী ঘটছে! দেখাবে নাসার স্ট্রিমিং অ্যাপ

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সৌরজগতে নতুন বামন গ্রহ 

আপডেট : ৩ জুন ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: জ্যোতির্বিজ্ঞানীদের বহুদিনের গবেষণায় সৌরজগতের এক রহস্যময় নতুন সম্ভাব্য গ্রহের সন্ধান মিলেছে। সৌরজগতের একেবারে প্রান্তে, অন্ধকার ও হিমশীতল অঞ্চলে প্রায় ৭০০ কিলোমিটার প্রশস্ত একটি বস্তু শনাক্ত করা হয়েছে, যেটিকে একটি বামন গ্রহ হিসেবে ধরা হচ্ছে।

বামন গ্রহ বলতে বোঝায় এমন মহাজাগতিক বস্তু, যেগুলোর কিছু বৈশিষ্ট্য প্রধান গ্রহের মতো হলেও, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের নির্ধারিত সমস্ত মানদণ্ড পূরণ না করায় এগুলোকে পূর্ণাঙ্গ গ্রহ বলা যায় না। ২০০৬ সালে এই সংস্থাই প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দিয়ে ‘বামন গ্রহ’ হিসেবে নতুন বিভাগ চালু করেছিল। কারণ, আকারে প্লুটো পৃথিবীর উপগ্রহ চাঁদের চেয়েও ছোট, অথচ তার নিজস্ব উপগ্রহ রয়েছে যা তার অর্ধেক মাপের। যেখানে অন্যান্য গ্রহের উপগ্রহেরা তাদের ব্যাসের অনেক কম আকারের হয়।

আরও পড়ুন: মহাকাশে কাঠের তৈরি স্যাটেলাইট!

এবার ২০১৭ সালে ‘ওএফ ২০১’ নামে চিহ্নিত ওই নতুন বস্তুটি নেপচুনের চেয়েও বহু দূরে অবস্থান করছে এবং সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় প্রায় ২৫,০০০ বছর; যেখানে পৃথিবী নেয় মাত্র ৩৬৫ দিন।

আরও পড়ুন: আর দেখা যাবে না শনির বলয়!

এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন নিউ জার্সির প্রিন্সটনের ইন্সটিটিউট ফর অ্যাডভান্সড স্টাডির জ্যোতির্পদার্থবিজ্ঞানী সিহাও চেং। তাঁর মতে, এই বস্তুটির আকৃতি এবং অস্বাভাবিক কক্ষপথ একে একটি গুরুত্বপূর্ণ বামন গ্রহে পরিণত করতে পারে।

আরও পড়ুন: পৃথিবী ছাড়িয়ে মহাকাশে কী ঘটছে! দেখাবে নাসার স্ট্রিমিং অ্যাপ