আমেরিকায় বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিটে নয়া নিয়ম
- আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
- / 206
পুবের কলম, ওয়েবডেস্ক: ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে উদ্বেগে আমেরিকায় কর্মরত অভিবাসীরা। এবার থেকে কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট স্বয়ংক্রিয়ভাবে নবীকরণ হবে না বলে জানিয়েছে মার্কিন স্বরাষ্ট্র দফতর। অর্থাৎ ৩০ অক্টোবর ২০২৫ বা তারপর যাঁরা কর্মসংস্থান অনুমোদনপত্র নবীকরণের আবেদন করবেন, তাঁদের ক্ষেত্রে আর আগের মতো স্বয়ংক্রিয় মেয়াদবৃদ্ধি কার্যকর থাকবে না। বাইডেন সরকারের সময় চালু হওয়া এই সুবিধা তুলে দেওয়ায় বিশেষত ভারতীয় কর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, জাতীয় নিরাপত্তা ও অভিবাসীদের তথ্য যাচাইয়ের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়মে মার্কিন প্রশাসনের পরামর্শ; ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার অন্তত ১৮০ দিন আগে নবীকরণের আবেদন করতে হবে, যাতে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা যায়। দেরিতে আবেদন করলে নবীকরণে বিলম্ব হতে পারে, ফলে বৈধভাবে কাজ চালিয়ে যাওয়ায় বাধা আসতে পারে।


































