১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

৩০ মে এসএসসি নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি: মুখ্যমন্ত্রী

চামেলি দাস
  • আপডেট : ২৭ মে ২০২৫, মঙ্গলবার
  • / 368

পুবের কলম, ওয়েবডেস্ক: সুপ্রিম নির্দেশ মেনে ৩০ মে এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি জারি, নবান্নের বৈঠক থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে রিভিউ পিটিশনের দিকেও নজর থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ চাকরিহারাদের পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা না দিয়ে ‘যোগ্যদের’ পুনর্বহালের দাবি জানিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা। সে বিষয়ে সিদ্ধান্ত সুপ্রিম কোর্টই নেবে বলে বৈঠকে সাফ জানিয়ে দেওয়া হয়। অবশ্য তার আগে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। শুরু হয়ে যাবে পরীক্ষা গ্রহণের প্রক্রিয়াও। তবে ভবিষ্যতে রিভিউ পিটিশনের রায়ও কার্যকর করা হবে।

পরীক্ষা না দিয়েই চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিকাশ ভবনের সামনে আন্দোলন করছেন চাকরিহারা শিক্ষকরা। এদিন সেই প্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। চাকরিহারা শিক্ষকদের বার্তা দিতে মুখ্যমন্ত্রীকে বলেন, রাজ্য সরকার রিভিউ পিটিশন ফাইল করেছে। কিন্তু সুপ্রিম কোর্টে গরমের ছুটি চলছে।

আরও পড়ুন: Chetla Agrani Club: চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন

কারও চাকরি যাতে না যায়, চাকরিহারারা যাতে সুযোগ পায় তার আবেদন করা হয়েছে। সুপ্রিম নির্দেশ মেনে ৩১ মে-র মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানান মমতা। রিভিউ পিটিশনের শুনানিতে যা বলবে তাই মানব। যদি বলে পরীক্ষা দিতে হবে না, আপনাদের মান্যতা দেওয়া হল। তাই মানব। কিন্তু এখন কোনও উপায় নেই তাই সুপ্রিম নির্দেশ মানতে হবে।৩০ মে এসএসসির নতুন বিজ্ঞপ্তি জারি হবে। ১৬ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন।

আরও পড়ুন: SSC:  নভেম্বরেই ইন্টারভিউ, জানালেন ব্রাত্য বসু

প্যানেল প্রকাশ ১৫ নভেম্বর। কাউন্সিলিং ২০ নভেম্বর। রিভিউ হতে যদি সময় লাগে তাই হাতে সময় রাখা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। রিভিউ পিটিশনে যদি সুবিচার না মেলে তাহলে নভেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথাও জানান তিনি। শিক্ষক-শিক্ষিকার জন্য শূন্যস্থান ২৪ হাজার ২০৩টি। অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন: নিয়ম মেনে পরীক্ষা না দিলে উত্তরপত্র এক্কেবারে  বাতিল

নবম-দশম শ্রেণির শিক্ষক-শিক্ষিকাদের জন্য ১১ হাজার ৫১৭টি অতিরিক্ত পদ। চাকরিহারাদের নিয়ে ২৩ হাজার ২১২ শূন্যপদ। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক-শিক্ষিকাদের জন্য ৬ হাজার ৯১২টি পদ। একাদশ-দ্বাদশ চাকরিহারাদের নিয়ে শূন্যপদ ১২ হাজার ৫১৪টি। গ্রুপ-সির জন্য অতিরিক্ত শূন্যপদ ৫৭১টি।

গ্রুপ সি-র জন্য মোট শূন্যপদ ২ হাজার ৯৮৯টি।গ্রুপ ডির জন্য অতিরিক্ত হাজার পদ করা হচ্ছে। গ্রুপ ডি ৫ হাজার ৪৮৮টি শূন্যপদ। চাকরিহারাদের বয়স সীমায় ছাড়। যারা কাজ করেছেন তাঁদের অভিজ্ঞতাকে অগ্রাধিকার। গ্রুপ সি, গ্রুপ ডির যাদের চাকরি বাতিল হয়েছে তাদের জন্য অন্য বিভাগে আবেদনের ব্যবস্থা করা হবে। শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ বিজ্ঞপ্তি জারির তিন-চারদিন পর বিজ্ঞপ্তি জারি হবে বলে নবান্ন থেকে এদিন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৩০ মে এসএসসি নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি: মুখ্যমন্ত্রী

আপডেট : ২৭ মে ২০২৫, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: সুপ্রিম নির্দেশ মেনে ৩০ মে এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি জারি, নবান্নের বৈঠক থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে রিভিউ পিটিশনের দিকেও নজর থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ চাকরিহারাদের পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা না দিয়ে ‘যোগ্যদের’ পুনর্বহালের দাবি জানিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা। সে বিষয়ে সিদ্ধান্ত সুপ্রিম কোর্টই নেবে বলে বৈঠকে সাফ জানিয়ে দেওয়া হয়। অবশ্য তার আগে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। শুরু হয়ে যাবে পরীক্ষা গ্রহণের প্রক্রিয়াও। তবে ভবিষ্যতে রিভিউ পিটিশনের রায়ও কার্যকর করা হবে।

পরীক্ষা না দিয়েই চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিকাশ ভবনের সামনে আন্দোলন করছেন চাকরিহারা শিক্ষকরা। এদিন সেই প্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। চাকরিহারা শিক্ষকদের বার্তা দিতে মুখ্যমন্ত্রীকে বলেন, রাজ্য সরকার রিভিউ পিটিশন ফাইল করেছে। কিন্তু সুপ্রিম কোর্টে গরমের ছুটি চলছে।

আরও পড়ুন: Chetla Agrani Club: চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন

কারও চাকরি যাতে না যায়, চাকরিহারারা যাতে সুযোগ পায় তার আবেদন করা হয়েছে। সুপ্রিম নির্দেশ মেনে ৩১ মে-র মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানান মমতা। রিভিউ পিটিশনের শুনানিতে যা বলবে তাই মানব। যদি বলে পরীক্ষা দিতে হবে না, আপনাদের মান্যতা দেওয়া হল। তাই মানব। কিন্তু এখন কোনও উপায় নেই তাই সুপ্রিম নির্দেশ মানতে হবে।৩০ মে এসএসসির নতুন বিজ্ঞপ্তি জারি হবে। ১৬ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন।

আরও পড়ুন: SSC:  নভেম্বরেই ইন্টারভিউ, জানালেন ব্রাত্য বসু

প্যানেল প্রকাশ ১৫ নভেম্বর। কাউন্সিলিং ২০ নভেম্বর। রিভিউ হতে যদি সময় লাগে তাই হাতে সময় রাখা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। রিভিউ পিটিশনে যদি সুবিচার না মেলে তাহলে নভেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথাও জানান তিনি। শিক্ষক-শিক্ষিকার জন্য শূন্যস্থান ২৪ হাজার ২০৩টি। অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন: নিয়ম মেনে পরীক্ষা না দিলে উত্তরপত্র এক্কেবারে  বাতিল

নবম-দশম শ্রেণির শিক্ষক-শিক্ষিকাদের জন্য ১১ হাজার ৫১৭টি অতিরিক্ত পদ। চাকরিহারাদের নিয়ে ২৩ হাজার ২১২ শূন্যপদ। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক-শিক্ষিকাদের জন্য ৬ হাজার ৯১২টি পদ। একাদশ-দ্বাদশ চাকরিহারাদের নিয়ে শূন্যপদ ১২ হাজার ৫১৪টি। গ্রুপ-সির জন্য অতিরিক্ত শূন্যপদ ৫৭১টি।

গ্রুপ সি-র জন্য মোট শূন্যপদ ২ হাজার ৯৮৯টি।গ্রুপ ডির জন্য অতিরিক্ত হাজার পদ করা হচ্ছে। গ্রুপ ডি ৫ হাজার ৪৮৮টি শূন্যপদ। চাকরিহারাদের বয়স সীমায় ছাড়। যারা কাজ করেছেন তাঁদের অভিজ্ঞতাকে অগ্রাধিকার। গ্রুপ সি, গ্রুপ ডির যাদের চাকরি বাতিল হয়েছে তাদের জন্য অন্য বিভাগে আবেদনের ব্যবস্থা করা হবে। শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ বিজ্ঞপ্তি জারির তিন-চারদিন পর বিজ্ঞপ্তি জারি হবে বলে নবান্ন থেকে এদিন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।