নতুন বছর শুরু হতেই সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও খরচ বাড়ার ইঙ্গিত মিলল। ২০২৬ সালের প্রথম দিন থেকেই বাণিজ্যিক ব্যবহারের রান্নার গ্যাস বা কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। ১৯ কেজি ওজনের কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে বেড়েছে ১১১ টাকা, যা ১ জানুয়ারি থেকেই কার্যকর হচ্ছে।
দেশের রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম-সহ অন্যান্য অয়েল মার্কেটিং কোম্পানি নতুন বছরের প্রথম দিনেই এই মূল্যবৃদ্ধির ঘোষণা করেছে। ইন্ডিয়ান অয়েলের প্রকাশিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের চার মহানগরে বাণিজ্যিক এলপিজির নতুন দাম নির্ধারিত হয়েছে।
নতুন দর অনুযায়ী, রাজধানী নয়াদিল্লিতে ১৯ কেজির কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১,৬৯১.৫০ টাকা। কলকাতায় এই সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১,৭৯৫ টাকা। মুম্বইতে নতুন দাম ১,৬৪২.৫০ টাকা এবং চেন্নাইতে সর্বোচ্চ ১,৮৪৯.৫০ টাকা গুনতে হবে গ্রাহকদের।
গত কয়েক মাস ধরেই বাণিজ্যিক এলপিজির দামে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। ২০২৫ সালের ডিসেম্বর মাসে ১৯ কেজির কমার্শিয়াল এলপিজির দাম সিলিন্ডার প্রতি ১০ টাকা কমেছিল। নভেম্বর মাসে কমেছিল ৫ টাকা। তার আগের মাস অক্টোবরেই আবার দাম বেড়েছিল ১৫.৫০ টাকা। সেপ্টেম্বর মাসে বাণিজ্যিক এলপিজির দাম কমেছিল ৫১.৫০ টাকা এবং অগস্টে কমেছিল ৩৩.৫০ টাকা।
অন্যদিকে, বাণিজ্যিক এলপিজির দামে পরিবর্তন এলেও গৃহস্থালির ব্যবহৃত ডোমেস্টিক এলপিজির দামে কোনও রকম পরিবর্তন আনা হয়নি। চলতি বছরে শেষবার ডোমেস্টিক রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়েছিল এপ্রিল মাসে। তারপর থেকে কলকাতায় ১৪.২ কেজির ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত থেকে ৮৭৯ টাকাতেই রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বাণিজ্যিক এলপিজির এই মূল্যবৃদ্ধির প্রভাব হোটেল, রেস্তরাঁ এবং ছোট-বড় খাদ্য ব্যবসার ওপর পড়তে পারে, যার পরোক্ষ প্রভাব সাধারণ গ্রাহকদের খরচেও দেখা যেতে পারে। নতুন বছরের শুরুতেই এই দামবৃদ্ধি কতটা চাপ বাড়ায়, সেদিকেই এখন নজর।



















