০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

২ উগ্র শ্বেতাঙ্গবাদী সংগঠনকে সন্ত্রাসী ঘোষণা নিউজিল্যান্ডের

ইমামা খাতুন
  • আপডেট : ৩ জুলাই ২০২২, রবিবার
  • / 11

REPRESENTATIVE IMAGE

পূবের কলম ওয়েবডেস্কঃ দুই শ্বেতাঙ্গ আধিপত্যবাদী মার্কিন সংগঠন ‘দ্য প্রাউড বয়েজ’ এবং ‘দ্য বেজ’কে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করল নিউজিল্যান্ড সরকার। এ তালিকায় আইএসসহ আরও ১৮টি সংগঠনকে যুক্ত করেছে জেসিন্ডা আর্ডেন সরকার। এখন থেকে নিউজিল্যান্ডে এসব সংগঠনের পক্ষে তহবিল, লোকবল সংগ্রহ অথবা সমাবেশ আয়োজন পুরোপুরি নিষিদ্ধ।

 

উগ্র ডানপন্থী মার্কিন সংগঠন দুটি নিউজিল্যান্ডে সক্রিয় বলে খুব একটা শোনা যায় না। তবুও, ২০১৯ সালে ক্রাইস্টচার্চের একাধিক মসজিদে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী হামলায় ৫১ মুসল্লি নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে বাড়তি সতর্ক জেসিন্ডা সরকার। ওই বর্বর হত্যাযজ্ঞ বিশ্বের অন্য প্রান্তের শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদেরও অনুপ্রেরণা জুগিয়েছিল।

 

ইউরোপের বহু দেশে এখন শ্বেতাঙ্গবাদীরা তাণ্ডব চালাচ্ছে। নিরীহ মানুষদের হত্যা করছে তারা। সম্প্রতি নিউ ইয়র্কের এক সুপারমার্কেটে হামলা চালিয়ে ১০ কৃষ্ণাঙ্গকে হত্যা করে এক শ্বেতাঙ্গ বন্দুকধারী। এরপরও আমেরিকার বুকে খোলা ঘুরে বেড়াচ্ছে উগ্র শ্বেতাঙ্গবাদী দলের সদস্যরা। তবে গত বছর প্রাউড বয়েজকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করে কানাডা।

 

আর ‘দ্য বেজ’কে আগেই নিষিদ্ধ করেছে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া। প্রাউড বয়েজকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণার কারণ হিসেবে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ জানায়, ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটল ভবনে সহিংস হামলায় এই সংগঠনের জড়িত থাকার বিষয়টি সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বলে গণ্য হয়েছে। ক্যাপিটল হিলের হামলায় একাধিক সশস্ত্র সংগঠন জড়িত থাকলেও দাঙ্গাবাজদের ভবনে ঢোকার পথ দেখিয়েছিল ‘দ্য প্রাউড বয়েজ’। ‘দ্য বেজ’কে নিষিদ্ধ করার বিষয়ে নিউজিল্যান্ড বলেছে, এদের মূল লক্ষ্য ছিল এক দল মানুষকে সহিংসতায় সক্ষম করে তোলা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২ উগ্র শ্বেতাঙ্গবাদী সংগঠনকে সন্ত্রাসী ঘোষণা নিউজিল্যান্ডের

আপডেট : ৩ জুলাই ২০২২, রবিবার

পূবের কলম ওয়েবডেস্কঃ দুই শ্বেতাঙ্গ আধিপত্যবাদী মার্কিন সংগঠন ‘দ্য প্রাউড বয়েজ’ এবং ‘দ্য বেজ’কে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করল নিউজিল্যান্ড সরকার। এ তালিকায় আইএসসহ আরও ১৮টি সংগঠনকে যুক্ত করেছে জেসিন্ডা আর্ডেন সরকার। এখন থেকে নিউজিল্যান্ডে এসব সংগঠনের পক্ষে তহবিল, লোকবল সংগ্রহ অথবা সমাবেশ আয়োজন পুরোপুরি নিষিদ্ধ।

 

উগ্র ডানপন্থী মার্কিন সংগঠন দুটি নিউজিল্যান্ডে সক্রিয় বলে খুব একটা শোনা যায় না। তবুও, ২০১৯ সালে ক্রাইস্টচার্চের একাধিক মসজিদে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী হামলায় ৫১ মুসল্লি নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে বাড়তি সতর্ক জেসিন্ডা সরকার। ওই বর্বর হত্যাযজ্ঞ বিশ্বের অন্য প্রান্তের শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদেরও অনুপ্রেরণা জুগিয়েছিল।

 

ইউরোপের বহু দেশে এখন শ্বেতাঙ্গবাদীরা তাণ্ডব চালাচ্ছে। নিরীহ মানুষদের হত্যা করছে তারা। সম্প্রতি নিউ ইয়র্কের এক সুপারমার্কেটে হামলা চালিয়ে ১০ কৃষ্ণাঙ্গকে হত্যা করে এক শ্বেতাঙ্গ বন্দুকধারী। এরপরও আমেরিকার বুকে খোলা ঘুরে বেড়াচ্ছে উগ্র শ্বেতাঙ্গবাদী দলের সদস্যরা। তবে গত বছর প্রাউড বয়েজকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করে কানাডা।

 

আর ‘দ্য বেজ’কে আগেই নিষিদ্ধ করেছে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া। প্রাউড বয়েজকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণার কারণ হিসেবে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ জানায়, ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটল ভবনে সহিংস হামলায় এই সংগঠনের জড়িত থাকার বিষয়টি সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বলে গণ্য হয়েছে। ক্যাপিটল হিলের হামলায় একাধিক সশস্ত্র সংগঠন জড়িত থাকলেও দাঙ্গাবাজদের ভবনে ঢোকার পথ দেখিয়েছিল ‘দ্য প্রাউড বয়েজ’। ‘দ্য বেজ’কে নিষিদ্ধ করার বিষয়ে নিউজিল্যান্ড বলেছে, এদের মূল লক্ষ্য ছিল এক দল মানুষকে সহিংসতায় সক্ষম করে তোলা।