ইমামা খাতুন প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৫০ পিএম
পুবের কলম,ওয়েবডেস্ক: বিহারে ইন্ডিয়ার জোটসঙ্গী প্রাক্তন মন্ত্রীর বাবা’কে খুন। নিজের বাড়ির বিছানার উপর তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। মৃতের নাম জিতেন। ইতিমধ্যেই এই খুনের ঘটনার তদন্তে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে বিহার পুলিশ।বাড়ি রাজ্যের দ্বারভাঙার সুপাউল বাজারের আফজলা পঞ্চায়েতে। সিনিয়র পুলিশর অফিসার জগন্নাথ রেড্ডি মুকেশের বাবা জিতেনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। রিপোর্ট অনুযায়ী, ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে জিতেনকে। এদিকে এরকম ভিভিআইপির বাড়িতে এমন ঘটনা কার্যত স্তম্ভিত এলাকার লোকজন। জানা গেছে, ব্যক্তিগত কিছু কাজের জন্য হায়দরাবাদে ছিলেন তিনি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মুকেশদের পৈতৃক বাড়ি সেটি। সেখানেই থাকতেন সত্তরোর্ধ্ব জিতেন। কী কারণে খুন করা তা জানা যায়নি। খতিয়ে দেখা হচ্ছে। ঘুমের মধ্যেই তাঁর উপর হামলা চালায় আক্রমণকারী। তবে কে বা কারা এই খুনে জড়িত তা এখনও জানা যায়নি।
বিহারের বিকাশশীল ইশান পার্টি তথা ভিআইপি পার্টি ইন্ডিয়া জোটের সঙ্গী।