আবুল খায়ের প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১০ এএম
পুবের কলম, ওয়েব ডেস্কঃ বিভ্রান্তি দূর করে নিট ইউজির সংশোধিত ফল প্রকাশ করল পরীক্ষা আয়োজক সংস্থা ন্যাশানাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। বৃহস্পতিবার প্রকাশিত এই রেজাল্ট দেখা যাবে এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইটে। প্রকাশিত সংশোধিত এই ফলাফলের প্রভাব পড়বে প্রায় চার লক্ষ পরীক্ষার্থীর উপর। পরিবর্তিত হতে পারে মেধাতালিকাও। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত মেধাতালিকায় কোনও পরিবর্তন হয়েছে কি না সে বিষয়ে এনটিএ-র পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
গত সোমবার নিট মামলা সংক্রান্ত শুনানিতে এক পরীক্ষার্থীর আইনজীবী পদার্থবিদ্যার একটি প্রশ্ন নিয়ে বিভ্রান্তি সামনে আনেন। তিনি জানান, নির্দিষ্ট ওই প্রশ্নের ২ নম্বর এবং ৪ নম্বর অপশন দুটোই ঠিক ছিল। তবে বিভ্রান্তি তৈরি হওয়ায় মামলাকারী ওই প্রশ্নের উত্তর দেয়নি। তবে পরে দেখা যায়, যারা ২ নম্বর অপশন বেছেছিলেন তারা নম্বর পেয়েছেন।
মামলাকারীর দাবি ছিল, এনসিইআরটির নতুন সংস্করণ অনুসারে এমন প্রশ্নের উত্তরে ৪ নম্বর অপশন সঠিক হওয়ার কথা। কিন্তু ২ নম্বর অপশনকেও সঠিক বলে বেছে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টেরও পর্যবেক্ষণ ছিল, এনসিইআরটি-র নয়া সংস্করণ অনুযায়ী যারা ২ নম্বর অপশন বেছেছেন তাদের মার্কস পাওয়ার কথা নয়। তাই একদিনের মধ্যে দিল্লি আইআইটি-র রিপোর্ট পেয়েই পুনরায় নতুন করে নিটের ফল প্রকাশের নির্দেশ দেয় আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়ে দিয়েছিলেন, দু’দিনের মধ্যে নিট-ইউজি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হবে। সেই মতো বৃহস্পতিবার নতুন করে পরীক্ষার ফল ও মেধাতালিকা প্রকাশ করল পরীক্ষার আয়োজক সংস্থা। প্রাথমিকভাবে, ৪ জুন ঘোষিত ফলাফলে ৬৭ জন শীর্ষস্থান দখল করে নেয়, যাঁরা ৭২০ নম্বরের মধ্যে ৭২০ নম্বরই পেয়েছিলেন।
এই পরীক্ষার প্রশ্নফাঁস ঘিরে সারা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিও ওঠে। তবে চলতি মাসের ২৩ তারিখ শীর্ষ আদালত জানিয়েছিল নতুন করে নিট পরীক্ষা আর নেওয়া হবে না।