ইমামা খাতুন প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:২৪ পিএম
পুবের কলম,ওয়েবডেস্ক: ফের ট্রেন বিভ্রাট। এবার সিগন্যালিং ত্রুটির জন্য ব্যাহত বনগাঁ-শিয়ালদহ লোকাল। জানা গেছে, সকাল ৭.১৫মিনিটে মাতৃভূমি লোকাল ছাড়ার পর বনগাঁ থেকে শিয়ালদহের উদ্দেশে আর কোনও লোকাল ট্রেন ছাড়েনি। যার জেরে ব্যাপক ভোগান্তি পোহাতে হয় নিত্যযাত্রীদের। তবে সকাল ১১ টা নাগাদ ফের বনগাঁ থেকে ফের ট্রেন চলাচল শুরু হয়। তবে তা খুবই ধীর গতিতে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে রেলের তরফে। আজ জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। ট্রেন পরিষেবা দীর্ঘক্ষণ স্তব্ধ থাকায় অনেকেই কর্মক্ষেত্রে পৌঁছতে পারেননি। হাসপাতালে চিকিৎসার উদ্দেশেও বেরিয়েছিলেন অনেকে। তাঁরাও আটকে পড়েন এই পরিস্থিতিতে।