ইমামা খাতুন প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১০:২১ পিএম
পুবের কলম,ওয়েবডেস্ক:ওয়েনাড় যেন মৃত্যুপুরী। প্রবল বৃষ্টির সঙ্গে হঠাৎ ভুমিধসের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬। নিখোঁজ বহু। জারি উদ্ধারকাজ। এই পরিস্থিতিতে পরিস্থিতিতে শোকবিহ্বল বিশ্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শোকবার্তা জানিয়েছে আমেরিকা ও রাশিয়া। এই কঠিন পরিস্থিতিতে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে মালদ্বীপ।
ওয়ানড়ের ভূমিধসে শোকজ্ঞাপন করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বার্তায় লিখেছেন, ‘কেরলের ওয়ানড়ে ভয়াবহ ভূমিধসে রাশিয়া মর্মাহত। এই কঠিন সময়ে আমরা ভারতের পাশে রয়েছি। এই দুর্যোগে নিহতদের পরিবারের প্রতি আমাদের আমাদের গভীর সমবেদনা রয়েছে। প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে ওঠে। উদ্ধারকাজ যেন নিরাপদে সম্পন্ন হয়।’ তাঁর এই শোকবার্তা এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে ভারতে অবস্থিত রুশ দূতাবাস।
অন্যদিকে ভারতের এই বিপদে পাশে দাঁড়িয়েছে আমেরিকাও। একতিব বিবৃতি’তে সে দেশ জানিয়েছে, ‘কেরলের ওয়ানড়ে ভয়াবহ ভূমিধস হয়েছে। এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। মৃতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা । যাঁরা নিখোঁজ রয়েছেন তাঁদের যেন দ্রুত উদ্ধার করা হয়।’
এদিন দুর্যোগে পতিত হওয়া দুর্গতদের জন্য শোকজ্ঞাপন করেছে নয়াদিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাস। এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ‘আমরা কেরলের মানুষদের পাশে রয়েছি। এই ঘটনায় আমরা শোকস্তব্ধ।’