Tue, September 17, 2024

ই-পেপার দেখুন
logo

মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি নাম লেখালেন বিজেপি শিবিরে


আবুল খায়ের   প্রকাশিত:  ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ০১:১৪ পিএম

মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি নাম লেখালেন বিজেপি শিবিরে

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ বিচারপতি থেকে ফের রাজনীতির আঙ্গিনায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর বিজেপিতে নাম লেখালেন মধ্যপ্রদেশ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রোহিত আর্য মাস তিনেক আগে বিচারপরতি পদ থেকে অবসর নেন রোহিত আর্য সংবাদ সূত্রে জানা গেছে, শনিবার ভোপালের এক অনুষ্ঠানে গিয়ে তিনি বিজেপিতে নাম লেখান বলে খবর ভোপালে মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি রাঘবেন্দ্র শর্মা-র হাত ধরে দলে বিজেপিতে নাম লেখান তিনি

১৯৮৪ সাল থেকে তিনি বিচারব্যবস্থার কাজে জড়িত হন ২০০৩ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টে সিনিয়র উকিল হিসেবে যোগ দেন সিভিল আইন, বানিজ্যিক আইন, প্রশাসনিক শ্রমিক আইন, কর আইনের মত বিষয়ে তিনি প্র্য়াকটিস করতেন কেন্দ্রীয় সরকার, এসবিআই, টেলিকম, বিএসএনএল, আয়কর দফতরের হয়ে তিনি বিভিন্ন সময় হাইপ্রোফাইল মামলা লড়েন ২০১৩ সালে তিনি মধ্যপ্রদেশের হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ শুরু করেন দু'বছর পর সেখানেই তাঁকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ করা হয় চলতি বছর ২৭ এপ্রিল তিনি অবসর গ্রহণ করেন

২০২০ সালে একটি মামলায় প্রথম শিরোনামে উঠে আসেন তিনি এক ধর্ষণ মামলায় নির্যাতিতার হাতে ধর্ষককে রাখি পরিয়ে মামলা নিষ্পতির চেষ্টার ঘটনা নিয়ে দেশজুড়ে আলোচিত হয়েছিলেন বিচারপতি রোহিত আর্য যদিও পরে সুপ্রিম কোর্ট বিচারপতির সেই নির্দেশ খারিজ করে দিয়েছিল ২০২১ সালে করোনা আবহে মধ্যপ্রদেশ হাইকোর্টে ওঠা কমেডিয়ান মুনাওয়ার ফারুকি এবং নলিনী যাদব-কে ধর্মীয় ভাবাবেগে আঘাতের মামলায় তিনি জামিন দেননি

গত লোকসভা নির্বাচনের পূর্বে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে নাম লেখান তারপর পদ্ম প্রতীকে তমলুক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ হন রোহিত আর্যর ক্ষেত্রেও মনে করা হচ্ছে রাজ্যসভার সদস্য হিসাবে পার্লামেন্টে পা রাখতে চলছেন প্রাক্তন বিচারপতি উল্লেখ্য, এরপূর্বে ২০২০ সালে ভারতের প্রাক্তন বিচারপতি রঞ্জন গগৈ রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নেন সে সময় বিচারবিভাগের স্বাধীনতাকে কলঙ্কিত করা হচ্ছে বলে সরব হয়েছিল বিরোধীরা