মুম্বই বিমানবন্দর থেকে ISIS স্লিপার সেলের দুই পলাতক সদস্য এনআইএ-এর হাতে গ্রেফতার

- আপডেট : ১৭ মে ২০২৫, শনিবার
- / 116
পুবের কলম, ওয়েবডেস্ক: শনিবার এনআইএ মুম্বই বিমানবন্দর থেকে আইএসআইএসের স্লিপার সেলের দুই পলাতক সদস্যকে গ্রেফতার করেছে। মহারাষ্ট্রের পুনেতে ২০২৩ সালে আইডি তৈরি ও পরীক্ষা করার অভিযোগে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, আবদুল্লাহ ফৈয়াজ শেখ ওরফে দিয়াপারওয়ালা এবং তালহা খান নামে অভিযুক্তদের গতকাল রাতে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২-এ ইমিগ্রেশন ব্যুরো আটক করে। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে ভারতে ফিরে আসার চেষ্টা করছিল। তদন্ত সংস্থার জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, এনআইএ দল তাদের হেফাজতে নিয়ে গ্রেফতার করে।
দুই অভিযুক্ত দুই বছরেরও বেশি সময় ধরে পলাতক ছিল এবং মুম্বইয়ের এনআইএ বিশেষ আদালত তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা জারি করা হয়েছিল। এনআইএ দুই অভিযুক্তর তথ্য দেওয়ার জন্য ৩ লক্ষ টাকা নগদ পুরস্কারও ঘোষণা করেছিল।এনআইএ জানিয়েছে, এই দুই ব্যক্তি, যাদের ইতিমধ্যেই গ্রেফতার এবং অন্যান্য অভিযুক্তদের সঙ্গে চার্জশিট দেওয়া হয়েছে। শেখ এবং তালহা খান ছাড়াও মামলায় গ্রেফতার হওয়া অন্যরা হলেন মুহাম্মদ ইমরান খান, মুহাম্মদ ইউনুস সাকি, আবদুল কাদির পাঠান, সিমাব নাসিরুদ্দিন কাজি, জুলফিকার আলি বড়োদাওয়ালা, শামিল নাচান, আকিফ নাচান এবং শাহনওয়াজ আলম এনআইএ সূত্রে খবর।